Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মা দুর্গা ধরাধামে আসেন আশ্বিন মাসে! আশ্বিন মাসে জন্ম হলে কেমন হয় ভাগ্য?

কোনও ব্যক্তির স্বভাব বা আচরণ কেমন হবে এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্যই বা কি হবে তা নির্ভর করে সেই ব্যক্তির জন্ম কোন সময়, জন্মের কাল বা জন্ম মাসের উপর। জাতকের আগামীতে ভাগ্য কেমন হতে চলেছে সেই বিষয়ে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্মের দিন, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতি মাসে জাতক জাতিকার কিছু বিশেষ মাসে জন্ম হলে তার দ্বারা তার চরিত্র এবং ভবিষ্যতের কিছু জিনিস আগাম আভাস করা যায়। জেনে নিন আশ্বিন মাসে জন্ম হলে, সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব কেমন হবে সেই বিষয়ে।

আশ্বিন মাস ভীষণ শুভ একটি উৎসব। কারণ, এই মাসেই মা দুর্গার পুজো আর উৎসব শুরু হয়। তাই অনেকেই মনে করেন, আশ্বিন মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম হয়, তাঁদের ভাগ্য অন্যদের চেয়ে কিছুটা আলাদা হয়। কিন্তু সত্যিই কি তাই? অন্তত জ্যোতিষবিদ্যা তাই বলে? আপনার বা আপনার পরিচিত কারো কি জন্ম আশ্বিন মাসে? তা হলে জেনে নিন, এই মাসে জন্মালে আপনার ভাগ্য ঠিক কীরকম হতে পারে আর এই মাসে যাঁরা জন্মান, তাঁরা কেমন চরিত্রের (characteristics) মানুষ হন?

আশ্বিন মাসে জন্ম যাদের তারা বেশ খুব উদার মনের আর ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। আশ্বিন মাসে জন্মানো জাতক -জাতিকারা অত্যন্ত জীবনে খুব শৃঙ্খল বদ্ধ। পাশাপাশি এদের মধ্যে কোনো বিষয়ে মনসংযোগ সহ কাজ করার ক্ষমতা প্রচুর পরিমানে থাকে। এরা বেশ সহজ ও সরল স্বভাবের হয়। তাই এরা সরল স্বভাবের মানুষদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন। এই মাসে জন্মানো জাতক-জাতিকাদের মধ্যে অর্ন্তদৃষ্টি ও জ্ঞানের পরিচয় পাওয়া যায় যথেষ্ট পরিমাণে। এদের মধ্যে অন্যকে পথ দেখানোর ক্ষমতা থাকে।

দেখা গেছে যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাঁদের প্রায় সকলের মধ্যে দুটি বিষয়ে খুব মিল আছে। প্রথমত রাজনীতি বা রাজনীতির সম্পর্কিত কোনও পেশায় এঁরা যথেষ্ট সফল হন। আর দ্বিতীয়ত এঁরা যে পেশায় যান সেটা সাধারণত স্বাধীন ধরনের পেশা হয় , কারোর অধীনে নয়। যেমন সিনেমা, সঙ্গীত, রাজনীতি ইত্যাদি। কারণ আশ্বিন মাসে জন্ম নেওয়া ছেলে বা মেয়েরা কোনো বসের অধীনে কাজ করা একদম পছন্দ করেন না।

আশ্বিন মাসে জন্মেছেন এমন জাতক জাতিকার যদি জ্যৈষ্ঠ, মাঘ ও চৈত্র মাসে জন্মেছেন এমন কোনো কাউকে বিবাহ করেন তাহলে দাম্পত্য সুখের হবে। কোনও দরকারী কাজে বেরোলে হাল্কা রঙের জামা কাপড় পরবেন। ২০২১, ২০৩১ ও ২০৪১ হবে আশ্বিন মাসের জাতক জাতিকাদের জন্য শুভ বছর।

Related posts

বছরের শুরুতেই একধাক্কায় বাড়লো করোনা সংক্রমণ! হুহু করে দেশে বাড়ছে ওমিক্রনও

News Desk

দেশে একদিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৮০ হাজারের কাছাকাছি, সংক্রমণ কমাতে শুরু বুস্টার ডোজ

News Desk

৬৭ বছরের মহিলার প্রেমে মজলেন ২৮ বছরের যুবক! লিভ ইন করতে চেয়ে আবেদন আদালতে

News Desk