Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভগবানের সঙ্গে যৌন মিলনে স্বর্গীয় সুখ পেয়েছি’, অদ্ভুত দাবি মহিলার

যৌনতায় তৃতীয় ব্যক্তি যদি আসে স্বামী স্ত্রী এর যৌনতার মাঝে তা একটু অবাক করাই।কিন্তু এই তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্তেও ঢুকে পড়েছে। তবে কে সেই ব্যক্তি? সেই মহিলা যা উত্তর দিয়েছেন তা শুনলে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। এর কারণ হলো, সেই মহিলা দাবী করেছেন তিনি সেক্স করেছেন তার স্বামী ও ভগবানের সাথে। এমন যৌনতায় মারাত্মক সুখ পান বলেও দাবী ওই মহিলার।

ঈশ্বর কে মানুষ কত ভাবে উপলব্ধ করতে পারেন। বা অনুভব করতে পারেন। কিন্তু এই মহিলার দাবী শুনে চক্ষু চড়কগাছ সকলের। নাম নিতা মারি (Nita Marie)। সেই করেছে এমন আজব দাবি। বছর পঁয়তাল্লিশের ওই মহিলার জনপ্রিয়তাই অন্যরকম নেটদুনিয়ায় । বেশ চর্চিত তিনি । পুরুষমনে ঝড় তোলে তাঁর শেয়ার করা নয়া টিকটক ভিডিও । যেন বোমা ফাটালেন সেই নিতা -ই। দাবি করেন, তাঁর ঈশ্বরের সঙ্গেই নাকি যৌন সম্পর্ক রয়েছে। ঈশ্বরই শুধু নন। নিতার স্বামীও থাকেন সঙ্গমের সময়। মহিলার দাবি, তিনি তাতেই নাকি ঐশ্বরিক যৌনসুখ লাভ করেন।

নিতার ঈশ্বরের প্রতি অগাধ ভরসা। তিনি ভীষণ ঈশ্বর ভক্ত। করেন পুজোপাঠও। আর তাই ভক্তের ডাকে সাড়া দিয়ে স্বামী এবং নীতার একান্ত ব্যক্তিগত মুহূর্তে উপরওয়ালা উপস্থিত হন বলেও দাবি তাঁর। নীতার দাবি,ব্যাপারটা ঠিক এমন নয় যে যৌনতায় মাতবেন মনে করলেই যে ভগবান উপস্থিত হন। তাঁর দাবি, তিনি সঙ্গমের আগে প্রার্থনা করেন ভগবানের কাছে। নীতা এবং তাঁর স্বামীর একান্ত ব্যক্তিগত মুহূর্তে হাজির হন ভগবান সেই প্রার্থনায় সাড়া দিয়ে। আর তিনজন তারপরই উদ্দাম যৌনতায় মেতে ওঠেন ।

উপরওয়ালা প্রতি রাতেই কি নীতার সঙ্গে যৌনতায় মাতেন ? ভিডিও শেয়ার করে নীতার দাবি, প্রতি রাতে তাঁর সঙ্গে যৌনতায় মেতে ওঠার আরজি জানান না তিনি ভগবানকে। ব্যস্ত থাকেন ঈশ্বর। তাই বিরক্ত করেন না প্রতি রাতে। সপ্তাহে মাত্র দু-একবার যৌনতায় মেতে ‘ঐশ্বরিক সুখ’ পান মহিলা স্বামীর পাশাপাশি ভগবানের সঙ্গেও।

Related posts

মাত্র ৫০ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেই ৩,৩০০ টাকা পেনশন, জেনে নিন কি স্কিম

News Desk

করোনা থার্ড ওয়েভ হানা দেবে অগাস্টেই! কবে ছোঁবে সর্বোচ্চ সীমা: কি বলছে SBI -এর রিসার্চ রিপোর্ট

News Desk

এবার অন্তসত্ত্বা হওয়ার ঝুকি থেকে বাঁচাবে অ্যাপ্লিকেশন, আসুন জেনে নিন কিভাবে

News Desk