টলিউডে জিৎ নাম টা বদলে দিয়েছিলো বাংলা সিনেমার রূপ। জিতের ভারতে বাংলা সিনেমার প্রথম অভিনয় সাথী সিনেমা দিয়ে। সিনেমাটিতে প্রিয়াঙ্কা ত্রিবেদীও তার সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করে নেন। অভিনয় জীবনে পা রাখা জিতের (jeet) এই ছবির হাত ধরেই ।
তবে ব্লকবাস্টার সিনেমাটিতে প্রথমে প্রিয়াঙ্কার জায়গায় জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের অভিনয় করার কথা ছিল ! কিন্তু এতে কাজ করতে পারেননি তিনি তার বাবা রঞ্জিত মল্লিক না চাওয়ায় । হরনাথ চক্রবর্তী ২০০২ সালে মুক্তি পাওয়া ‘সাথী’র পরিচালক ছিলেন । সাথীর মাধ্যমেই সুপারস্টার অভিনেতা জিৎ এর বিপরীতে সিনেপাড়া পেয়েছিল জিৎ প্রিয়াঙ্কা জুটি। ১৯৯৬ সালের মিস ক্যালকাটা নির্বাচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পুরো বিষয়টি খোলাসা করেছেন তারই দীর্ঘদিনের এই বন্ধু হরনাথ চক্রবর্তী রঞ্জিত মল্লিকের ৭৭ তম জন্মদিনে ।এক বাংলা সংবাদমাধ্যমকে হরনাথ চক্রবর্তী বলেন, ‘সাথী’র জন্য আমি প্রথম কোয়েলকে চেয়েছিলাম। তখনও তার পড়া শেষ হয়নি সাইকোলজি নিয়ে । রঞ্জিতদা কড়া বাবা, পড়া শেষ করে মেয়ে তারপরই অভিনয়ে আসবে, তা ঠিক করেছিলেন। তাই সাথী বানান হরনাথ চক্রবর্তী প্রিয়াঙ্কাকেই নিয়ে ।
মূলত যতখানি অভিনেতা হিসাবে দক্ষ, রঞ্জিত মল্লিক বাবা হিসাবেও নাকি ততখানি যত্নশীল । এর পরের বছর ২০০৩-এ নাটেরগুরু ছবি দিয়ে প্রথম টলিউডে পা রেখেছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। সেই ছবিতেই জিৎ তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন । জিৎ কোয়েল জুটি সিনে জগৎ পায় । রঞ্জিত মল্লিক এই বছরের শেষেই ফের বড়ো পর্দায় দেখা যাবে। হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমা তারকা মৃত্যু আসছে ডিসেম্বরে। রঞ্জিত মল্লিক সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন । রঞ্জিত মল্লিকের জন্মদিন নিয়ে পরিচালক হরনাথ চক্রবর্তী আবেগপ্রবণ । তিনি তার পরিচালিত ২০টি সিনেমায় কাজ করেছেন । বাংলা ছবির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকও ।
কোয়েল মল্লিক সোশ্যাল মিডিয়ায় বাবার সাথে ছবি পোস্ট করেন রঞ্জিত মল্লিকের জন্মদিনে ।সকলেই বাবা ও মেয়ের মিষ্টি হাসির ছবিতে মজেছেন । ক্যাপশনে লেখেন ছবি পোস্ট করে “তোমার সাথে ছবি পোস্ট না করে একটা দিন ও যাবে না। আমি হাসতেই থাকবো তোমার সাথে”।