Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দেশজুড়ে অক্সিজেন সংকট মেটাতে বড় পদক্ষেপ নিলো কেন্দ্র। সস্তির খবর শোনালো।

ক্রমবর্ধমান করোনার জন্য দেশে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। মুমূর্ষ রোগীদের জন্য অক্সিজেনের অভাব কাটাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। এই অক্সিজেনে সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে নিজের মন্ত্রিসভার সাথে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকেই পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে, অক্সিজেন (Oxygen) বানানোর উপকরণ সামগ্রী ও অক্সিজেন সরবরাহের বিভিন্ন সরঞ্জামের আমদানিতে শুল্ক ও স্বাস্থ্য শুল্ক মাফ করল কেন্দ্র।

মে মাস থেকে আগামী তিন মাসের জন্য এই ছাড় কার্যকর থাকবে বলে সরকার সূত্রে জানানো হয়েছে। এর পাশাপশি কোভিড ভ্যাকসিন তৈরীর জন্যে প্রয়োজনীয় সরঞ্জামের আমদানিতেও শুল্ক মকুবের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল প্রশাসন। প্রয়োজনীয় অক্সিজেনের যোগানের অভাব হচ্ছে কোভিডের জন্য নির্ধারিত হাসপাতালগুলি। এমনকী, অক্সিজেনের অভাবে রোগীদের মারা যাওয়ার ঘটনাও ঘটছে। এই অক্সিজেন সংকট কাটিয়ে উঠতে মরিয়া কেন্দ্রীয় সরকার। এই উদ্দেশ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, করোনা কালে যাতে দেশ জুড়ে অক্সিজেন সরবরাহকে স্বাভাবিক থাকে তার জন্যে বড় পদক্ষেপ গ্রহণ করলেন মোদি সরকার। অক্সিজেন উৎপাদন ও সরাবরাহের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের আমদানিতে শুল্ক ও স্বাস্থ্য সেসে ছাড় দেওয়া হল।

এই শুল্ক ছাড় দেওয়ায়  অক্সিজেনের সিলিন্ডারের দাম অনেকটাই সস্তা করা সম্ভব হবে। অনেক কম দামে পাওয়া যাবে অক্সিজেন সরবরাহ।  আগামী তিন মাস এই নিয়ম কার্যকর থাকবে। শুধুমাত্র অক্সিজেন নয়, করোনা ভ্যাকসিনের আমদানি শুল্কেও ছাড় দিল কেন্দ্র। 

Related posts

অনলাইনে ড্রোন ক্যামেরার অর্ডার দিয়ে মিললো আলু! গ্রাহকের চক্ষু চড়কগাছ

News Desk

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাওকতে: ৩ রাজ্যে জারি সতর্কতা

News Desk

ভিন্ন স্ট্রেনের মিউটেশনে নতুন প্রজাতির করোনা ভিয়েতনাম ভেরিয়েন্ট! ছড়াচ্ছে বাতাসে

News Desk