Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কেন্দ্র সরকারের নতুন পোর্টালে অনলাইনে মিলবে চিকিৎসা! ই সঞ্জীবনীতে রেজিস্ট্রেশন পদ্ধতি জেনে নিন

বর্তমানে ডিজিটাল দুনিয়া ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তাতে আবার করোনাকালে মানুষ এই অনলাইন বা ডিজিটাল মাধ্যমেই তার সমস্ত কাজ করে নিচ্ছে। রেস্তোরার খাবার থেকে শুরু করে ওষুধ, জামাকাপড়, ইলেকট্রনিক্স জিনিস সমস্ত কিছু এই ডিজিটাল দুনিয়ার মাধ্যমেই কিনছে। পাশাপাশি বেশ জনপ্রিয় হচ্ছে অনলাইন চিকিৎসা। যা এবার কেন্দ্রীয় সরকারও সেই এক পথেই হাটছে, যারা অনলাইনে চিকিৎসা নিতে চান তাদের জন্য এনেছে ই সঞ্জীবনি পোর্টাল। গত একবছরে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী এই পরিষেবা প্রায় ১কোটি ২০লক্ষ মানুষ গ্রহণ করেছে।

ই-সঞ্জীবনী হলো স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের জাতীয় টেলিমেডিসিন পরিষেবা। ই সঞ্জীবনী আয়ুষ্মান ভারত রোগী কল্যাণ কেন্দ্র এবং সঞ্জীবনী ওপিডি, এই দুই পদ্ধতিতে কাজ করে। স্বাস্থ্য ও রোগী কল্যাণকেন্দ্রগুলিতে আয়ুষ্মান ভারত কর্মসূচির মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হয়ে থাকে। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে এই পরিষেবা পাওয়া যাচ্ছে প্রথমে অন্ধ্রপ্রদেশে এই পরিষেবা চালু হলেও।

নাগরিকরা করোনা এবং করোনা ছাড়া অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা পেয়ে থাকেন সঞ্জীবনী ওপিডি পরিষেবার মাধ্যমে। এই টেলিমেডিসিন প্রক্রিয়া চালু হয়েছে গত বছরের ১৩ই এপ্রিল থেকে। প্রথমে https://esanjeevaniopd.in/Home ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে যারা এই পরিষেবা পেতে চান।Patient Registration অপশনে ক্লিক করতে হবে ওয়েবসাইটে ঢুকে ।

নিজের রাজ্য এবং ‘General OPD অথবা ‘Speciality OPD’র মধ্যে যেকোনও একটা বেছে নিন রেজিস্ট্রেশন এর সময়। ক্লিক করুন এরপর সেন্ড ওটিপি অপশনে। যে ওটিপি আসবে আপনার মোবাইলে তা নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর সাবমিট করে দিন। নিজের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স এবং হেলথ রেকর্ড এরপর আপলোড করে দিলেই পেশেন্ট আইডি এবং টোকেন তৈরি হয়ে যাবে।

Related posts

স্ত্রী চাকরি করুক মানতে পারছিলেন না, রাগে এক বছরের সন্তানের সামনেই ভয়ঙ্কর কান্ড স্বামীর

News Desk

১৭ বছর আগে মৃত ভাই! তাও প্রতি বছর ৮০০ কিমি এসে বোন রাখি বাঁধে ভাইয়ের হাতে

News Desk

টয়লেটে গিয়ে খেলেন বিষাক্ত সাপের ছোবল, যৌনাঙ্গে পচন থেকে ক্ষত ব্যক্তির! তারপর?

News Desk