Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এবছর দেবী দুর্গার আগমন ও গমন কীসে? কেমন হতে চলেছে তার প্রভাব!

বাঙালির বছরের ক্যালেন্ডার হাতে পেলেই প্রথমে যে জিনিসটার দিকে বিশেষ নজর দেয় তা হল দুর্গাপুজোর কত তারিখ পড়েছে। সামনেই আসতে চলেছে দুর্গাপুজোর দিন। মা দুর্গার কৈলাস থেকে মর্ত্যে আসতে আর খুব বেশি দিন বাকি নেই। দুর্গাপুজো ঘিরে সব বাঙালিদের মধ্যেই এখন সাজো সাজো রব। ২০২১ দুর্গাপুজোর (Durga Puja 2021) কাউন্টডাউন বলা যায় বিশ্বকর্মার পুজোর আগে-পড়ের সময় থেকেই শুরু হয়ে যায়। প্রতি বছর দুর্গাপূজা ঘিরে প্রতি বছরই সবার মনে যে একটা প্রশ্ন থাকেই থাকে। এই বছর মায়ের আগমন হচ্ছে কোন বাহনে? গমনই বা কোন বাহনে চেপে। পঞ্জিকা মতে দেবী দুর্গার আগমন বা গমন কি বাহনে হচ্ছে, এর উপরে অনেকটাই নির্ভর করে কেমন কাটবে এই বছরের আগামীর দিনগুলি।

এই বছর দেবীর আগমন-গমনের বিষয়ে জানার আগে জেনে নেওয়া যাক এর তাৎপর্য কি আমাদের শাস্ত্রে। দেবীর আগমন যদি গজে হয়, তবে তা নিয়ে আসে শান্তি-সমৃদ্ধি, সাথে বসুন্ধরা হয় শস্যপূর্ণ। দেবী দোলায় আগমন হলে দেখা দেয় মড়ক। মা দুর্গার আগমন যদি নৌকায় হয়, তার ফল হয় শস্যবৃদ্ধি আর জলবৃ্দ্ধি। চারদিক হয় বৃষ্টিতে প্লাবিত। কিন্তু জল বাড়লে যেমন প্লাবনও হতে পারে। তবে বৃষ্টি ভাল হলে ফসল ভালো ভাবে ফলন হওয়ার সম্ভাবনাও জোরদার হয়। কিন্তু দেবীর যদি ঘটক বা ঘোড়ায় আগমন হয়, তাহলে বুঝতে হবে এর ফল ছত্রভঙ্গ। দেশে এর ফলে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার সম্ভবনা হয় এই সময়। ঘোড়ার সঙ্গে রাজা-রানী তথা রাজ্য রাজনীতির যোগ সহজেই অনুমান করা যায়।

Devi durgas arrival and going

চলতি বছর অর্থাৎ ২০২১ সালে দেবী দুর্গার আগমন হচ্ছে ঘোটকে। মনে করা হয় ঘোটকে মা আসলে এর প্রভাব ‘ছত্রভঙ্গ’। সেক্ষেত্রে দেশের সামাজিক স্থিরতা থেকে রাজনৈতিক পরিস্থিতি খানিকটা অস্থির হওয়ার ইঙ্গিত থাকে। এমন অবস্থায় দেশে নানা ঝামেলা, যুদ্ধ, হানাহানি ইত্যাদি লেগেই থাকার আশঙ্কা থাকে।

শাস্ত্র মতে দশমীর পরই মা দোলায় চেপে কৈলাসে ফিরে যাবেন। দোলায় মানে পালকিতে। পঞ্জিকা শাস্ত্র মতে, দেবী দোলায় গমন করলে তার ফলাফল মড়ক হয়। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে এই বছরের শুরুতেই প্রচুর প্রাণহানি হয়েছে এই দেশে। তাই এবারে মায়ের গমন আর আগমনের বাহক ও বাহন খুব একটা শুভ না হওয়ায় বেশ উদ্বেগ রয়েছে।

Related posts

বিবাহিত প্রেমিকার ভাই সেজে থানায় উপস্থিত মহিলার প্রেমিক! পৌছে যা বললেন হতভম্ব পুলিশও

News Desk

৭৭৫টি কক্ষ, ৪০ হাজার আলো, ঠিক কেমন রানি এলিজাবেথের ৩৪১ বিলিয়ন মূল্যের প্রাসাদ!

News Desk

সস্তার ফ্যাশন জুয়েলারি ভেবে রাস্তা থেকে কেনা কমদামী পাথর আসলে সাড়ে ২৩ কোটির হীরা!

News Desk