এমনিতেই বিদ্যুতের বিল বেশিরভাগ মধ্যবিত্তেরই মাথা ব্যথার কারণ। তার উপর করোনা আবহে বেশ কয়েক মাস ধরেই অধিকাংশ মানুষই ঘরবন্দি। বাড়ি থেকেই বেশিরভাগ মানুষের অফিসের কাজ চলছে সারাদিন। পরিবারের প্রায় সকলেই পুরো সময় বা সারা দিনই বাড়িতে থাকার ফলে বিদ্যুতের খরচও হচ্ছে বেশি। মাসের শেষে বিদ্যুতের বিল দেখে চোখ কপালে উঠছে বহু মানুষের। অথচ কিছু উপায় মেনে চললে সহজেই বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। বিনা প্রয়োজনে যেকোন ইলেকট্রিক যন্ত্র যেমন লাইট, ফ্যান বা কম্পিউটার চালিয়ে রাখা বিদ্যুৎ অপচয়ের সবচেয়ে বড় কারণ। যদি আমরা প্রয়োজনে যখন শুধুমাত্র তখনই ব্যবহার করি তাহলে এর মাধ্যমে বিদ্যুতের বহুগুণ সাশ্রয় সম্ভব। বিদ্যুৎ সাশ্রয়ের কিছু উপায় জানুন
১) বিনা কারণে আলো পাখা চালিয়ে রাখার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। তাই প্রথমেই যেটা বলার, অপ্রয়োজনে ঘরের আলো, পাখা চালানোর অভ্যাস ত্যাগ করুন । সম্ভব হলে কখনও কখনও প্রত্যেকটা ঘরের লাইট-ফ্যান অফ করে দিয়ে সবাই ড্রয়িং রুমে গল্প করুন নিজের কাজের ফাঁকে। অফিস কিংবা পড়াশোনার কাজ চলাকালীন তা সম্ভব না হলেও বিরতির সময় সম্ভব। মনে রাখবেন, ঘরের এসি অথবা পাখারও কিন্তু বিরতির প্রয়োজন হয়। একনাগাড়ে চলতে থাকলে ইলেট্রিকাল ডিভাইস বিকল হতে বাধ্য!
২) গোটা এক দিন একটি ফ্রিজ ব্যবহারে যতটা বিদ্যুৎ খরচ হয়, সারাদিন ধরে ল্যাপটপ বা কম্পিউটার চালালে তার থেকে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। বর্তমানে করোনা কালে বেশিরভাগ মানুষকে বাড়ি থেকে কাজ করতে হচ্ছে। তাই যখনই আমাদের কাজের মাঝে বিরতি নেওয়ার সুযোগ হয়, কম্পিউটারকে তখন স্লিপ মোডে রাখা উচিত হবে না, বরং সেগুলি বন্ধ করে দেওয়াটাই ঠিক হবে। তাই ব্যবহারের পর ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার বন্ধ করে রাখতে হবে।
৩) এনার্জি-সেভিং আলো ব্যবহার করলে বিদ্যুতের বিলে পার্থক্য আসবে। এই LED বাল্ব ৭৫% পর্যন্ত বেশী বিদ্যুৎ বাঁচায় এবং সাধারণ বাল্বের তুলনায় এর আয়ুকাল ছয়গুণ বেশি।বাড়ি বা অফিসের পুরানো আলো বদলে সেই জায়গায় LED বাল্ব বা LED টিউব লাগতে হবে, কারণ পুরনো বাল্ব বিদ্যুৎ বেশী টানে।
৪) ফ্রিজ ডিফ্রস্টিং করতে হবে। অর্থাৎ বন্ধ করে জমা বরফ গলাতে হবে । অনেক সময়েই ফ্রিজে অতিরিক্ত বরফ জমে আছে যার কারণে ফ্রিজের ঠাণ্ডা করার ক্ষমতা কমে যায়। যার ফলে বিদ্যুৎ ব্যায়ও বেশি হয়। তাই কিছু দিন বাদে বাদেই ফ্রিজে জমে থাকা বরফ ডিফ্রস্টিং করা উচিত। প্রায়শই ফ্রিজের দরজা খোলার বিষয়টি এড়িয়ে চলুন।
৫) ল্যাপটপ, মোবাইল ফোন, বা চর্জেবল যে কোনও ইলেকট্রিকাল গ্যাজেটস, চার্জ দেওয়া হয়ে গেলে চার্জার খুলে রাখুন। কারণ, প্লাগ ইন করে রাখলে বিদ্যুতের বেশী খরচ হয়।