Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১০ বছরের বিবাহিত জীবনে ২৫ বার অন্যের সাথে বাড়ি থেকে পালিয়েছে বউ! কীর্তিতে হতবাক সকলে

দশ বছরের বিবাহিত জীবনে নানা পুরুষের হাত ধরে পঁচিশবার বাড়ি থেকে পালিয়েছেন এক মহিলা। প্রতিবার আলাদা আলাদা সঙ্গীর সাথে পলায়ন করেন তিনি। যদিও স্বামী তাঁর স্ত্রীর উপর রাগেন না বা তাকে ছেড়েও দেন না। তাই গত ৪ঠা সেপ্টেম্বর, ২০২১ শে ওই মহিলা নিজের পঁচিশতম পলায়নের ঘটনা সম্পূর্ন করলেও সে ফিরে এলেই আবার নিজের বাড়িতে ঢুকিয়ে নেবেন বলেই জানিয়েছেন তার স্বামী। ওই মহিলার শ্বশুরের দাবি অনুযায়ী গত ১০ বছরে এটা তাঁর ২৫ নম্বর পালানো। এবার অবশ্য তাঁর চলে যাওয়ার পর একটি মিসিং ডায়রি করেছে শ্বশুরবাড়ি। পুলিশ জানিয়েছে, ওই মহিলা নিজের তিন মাসের শিশুকে এলাকারই এক প্রতিবেশীর বাড়িতে রেখে পালিয়ে যান

অসমের নওগাঁ জেলায় বসবাস ওই মহিলা এবং তাঁর স্বামীর। তাদের দাম্পত্য জীবন ১০ বছরের। এই বিবাহিত জীবনে তাদের আছে তিনটি সন্তানও। যার মধ্যে সব থেকে ছোটটির বয়স মাত্র তিন মাস। গত ৪ সেপ্টেম্বর তিন মাসের ওই শিশুটিকে পড়শির বাড়িতে রেখে কোথাও চলে যান ওই মহিলা। পেশায় গাড়ীচালক তার স্বামী ওইদিন গ্যারেজে থেকে ফিরে দেখেন তাদের সন্তান এক প্রতিবেশীর বাড়িতে রয়েছে। জিজ্ঞেস করলে জানতে পারেন পোষ্য ছাগলের খাবার খুঁজতে যাচ্ছেন এমনটা বলে সন্তানদের প্রতিবেশীর জিম্মায় রেখে বাড়ি থেকে বেরিয়েছেন ওই মহিলা। তারপর থেকে আর বাড়ি ফেরেননি।

১০ বছরের বিবাহিত জীবন অতিবাহিত করলেও টানা সংসারে মন বসে না ওই মহিলার। বারবার পরপুরুষের সাথে সম্পর্কে জড়ান তিনি। আর প্রেমের আকর্ষণে প্রতিবারই নিজের স্বামী, শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়েও যান মহিলা। তবে অন্য পুরুষের প্রেমের টানে তার হাত ধরে বেরিয়ে গেলেও সেই পরকীয়া সম্পর্কের আয়ু বেশি দিনের কোনোবারই হয়না।ফেলে যাওয়া স্বামী এবং সন্তানদের কাছে সেই নিজের শ্বশুরবাড়িতেই তাকে বারবার ফিরে আসতে হয়। তবে এতে দমে না গিয়ে আবারও নতুন প্রেম হয় তার। তাই মনে করা হচ্ছে ফের কোনো নতুন প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানে সংসার ছেড়ে এবারও পালিয়ে গিয়েছেন ওই মহিলা। তাঁর শ্বশুরের অভিযোগ, এই নিয়ে ২৫তম বার বাড়ি ছেড়ে পালালেন তাঁর বউমা। আর প্রতি বারই তিনি পালান নতুন নতুন প্রেমিকের সঙ্গে। কিন্তু এবার কার সঙ্গে পালিয়েছেন তা তাঁরা কেউ জানেন না।

মহিলার স্বামীর অবশ্য তাতে খুব একটা রাগ নেই। অভিমানও করেন না, এমনই দাবি খোদ ওই স্বামীর। তিনি মনে করেন প্রতিবারের মতন স্ত্রী ফের ফিরে আসবেন। পুলিশ মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে। এদিকে, এইবার বাড়ি থেকে পালানোর সময় ২২ হাজার টাকা আর কিছু সোনার গয়নাও সাথে নিয়ে গেছেন ওই মহিলা। যদিও এর পরও অপেক্ষা করছেন তার স্বামী। স্ত্রী আগের মতো ফিরে এলে তাকে ফের মেনে নেবেন বলে জানিয়েছেন তিনি।

Related posts

রান্নার গ্যাস (LPG Gas Cylinder) বুক করা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল IOCL! এলো নিয়মে পরিবর্তন

News Desk

১০ বছর ধরে জাদুকর সেজে খেলা দেখিয়ে বেড়াতেন! আসল পরিচয় ফাঁস হতেই ছড়ালো চাঞ্চল্য

News Desk

ওমিক্রনের বিরুদ্ধে কী কার্যকরী কোভিশিল্ড, কোভ্যাক্সিন? ইঙ্গিত দিল ICMR

News Desk