Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বেশী করে মিষ্টি খেলে কি ছেলেদের তাড়াতাড়ি টাক পড়ে? কি বলছে গবেষনা

চিনি খাওয়া নিয়ে নানা কথাই ওঠে। মোটা হয়ে যেতে পারেন। রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। এমন কত কথা‌ই হয়। কিন্তু জানেন কি, মিষ্টি খাওয়ার কারণে টাকও পড়ে যেতে পারে?

চুলের স্বাস্থ্য নির্ভর করে জীবনযাপন থেকে খাওয়াদাওয়ার অভ্যাস, সবের উপরেই। আগে দেখা যেত, ৫০-৬০ পেরোনোর পরে পুরুষদের মধ্যে টাক পড়ার প্রবণতা বাড়ে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ২০ কিংবা ৩০-এ বহু পুরুষের মাথায় টাক দেখা যাচ্ছে। তার পিছনে মূলত জীবনধারাকেই দায়ী করা হচ্ছে। তবে জেনে রাখা প্রয়োজন কোন কোন কারণে পুরুষদের মধ্যে টাক পড়ার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়?

১) খাদ্যে অতিরিক্ত চিনি থাকলে তা টাক পড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।

২) ভিটামিনের অভাবেও বাড়ে টাক পড়ার সমস্যা।

৩) নিয়মিত প্রোটিন পাউডার খাওয়ার অভ্যাস আছে কি? তা-ও পুরুষদের চুল পড়ে যাওয়ার পিছনে দায়ী হতে পারে।

৪) বেহাসাবি জীবনযাপনের কারণে থাইরয়েড বেড়ে যায়। তার প্রভাবেও চুল পড়তে পারে।

Related posts

১০০ বছর পেরিয়ে আজও ম্যারির ফাঁসির অপরাধে বহন করে বেড়াচ্ছে এই শহর! জানেন এর কাহিনী

News Desk

বিয়ের আগে ওজন বাড়ানো থেকে বড় পেটানো। জানুন বিয়ে নিয়ে পৃথিবীর নানান দেশের আজব প্রথা

dainikaccess

সাতপাকে ঘোরার সময় আচমকাই বিয়ে করতে অস্বীকার করল কনে! এমন কি ঘটল

News Desk