Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বেশী করে মিষ্টি খেলে কি ছেলেদের তাড়াতাড়ি টাক পড়ে? কি বলছে গবেষনা

চিনি খাওয়া নিয়ে নানা কথাই ওঠে। মোটা হয়ে যেতে পারেন। রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। এমন কত কথা‌ই হয়। কিন্তু জানেন কি, মিষ্টি খাওয়ার কারণে টাকও পড়ে যেতে পারে?

চুলের স্বাস্থ্য নির্ভর করে জীবনযাপন থেকে খাওয়াদাওয়ার অভ্যাস, সবের উপরেই। আগে দেখা যেত, ৫০-৬০ পেরোনোর পরে পুরুষদের মধ্যে টাক পড়ার প্রবণতা বাড়ে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ২০ কিংবা ৩০-এ বহু পুরুষের মাথায় টাক দেখা যাচ্ছে। তার পিছনে মূলত জীবনধারাকেই দায়ী করা হচ্ছে। তবে জেনে রাখা প্রয়োজন কোন কোন কারণে পুরুষদের মধ্যে টাক পড়ার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়?

১) খাদ্যে অতিরিক্ত চিনি থাকলে তা টাক পড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।

২) ভিটামিনের অভাবেও বাড়ে টাক পড়ার সমস্যা।

৩) নিয়মিত প্রোটিন পাউডার খাওয়ার অভ্যাস আছে কি? তা-ও পুরুষদের চুল পড়ে যাওয়ার পিছনে দায়ী হতে পারে।

৪) বেহাসাবি জীবনযাপনের কারণে থাইরয়েড বেড়ে যায়। তার প্রভাবেও চুল পড়তে পারে।

Related posts

আল আকসা মসজিদ ঘিরে সংঘর্ষে উত্তপ্ত প্যালেস্টাইন ও ইজরায়েলের। রকেট হানায় মৃত্যু ইজরায়েলে কর্মরত ভারতীয় নার্সেরও

News Desk

ঠেলা গাড়িতে বৃদ্ধ বাবাকে শুইয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেল ছেলে! নেপথ্যে মর্মান্তিক কারণ

News Desk

এই সময়ের জন্য বন্ধ থাকতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনলাইন পরিষেবা , জেনে নিন কখন

News Desk