Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

না খেয়ে থাকতে পারি, কিন্তু সেক্স ছাড়া না, খোলাখুলিই স্বীকার করলেন জনপ্রিয় এই অভিনেত্রী

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ফ্যামিলি মান টু (Family Man Two) এর দৌলতে এখন সারা ভারতে পরিচিত মুখ। তামিল ও তেলেগু ছবিতে বহু কাজ করা এই নায়িকা সামান্থা নিজের সততার জন্য ইন্ডাস্ট্রিতে বেশ সুপরিচিত। অনেক সময় নানা বিতর্কিত প্রশ্নের খোলাখুলি উত্তরের মাধ্যমেও যেমন প্রশংসিত হয়েছেন আবার কখনো কখনো বিতর্কও হয়েছে।

সম্প্রতি জেএফডাব্লিউ JFW বা Just for Women নামক একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন এই দক্ষিণী অভিনেত্রী। সেখানে প্রাচ্য এবং প্রাশ্চাত্য এই দুইয়ের সংমিশ্রণে ফিউশনলুকে দেখা যায় তাকে। ট্র্যাডিশনাল অলংকারের সঙ্গে প্রাশ্চাত্য লুকের মিশ্রণে ইউনিক ভাবে ধরা দিয়েছিলেন তিনি টুইস্ট দিয়েছিলেন। কিন্তু ওই ম্যাগাজিনের শুটে তার লুক নিয়ে যত না বেশি আলোচনা করা হয়, তার থেকে অনেক বেশি আলোচনা তৈরী হয়েছে ওই ফটোশুট চলাকালীন সামান্থার দেওয়া একটি সাক্ষাৎকার নিয়ে। যেখানে সেক্স নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বেশ বিস্ফোরক মন্তব্য করেন এই নায়িকা। সম্প্রতি সামান্থার করা সেই মন্তব্যটিই ভাইরাল হয়েছে নেট নাগরিকদের মধ্যে।

প্রশ্নটি কি? ওই সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়, সেক্স নাকি খাদ্য এই দুটির মধ্যে সামান্থা কোনটিকে বেছে নেবেন। একটুও সময় না নিয়ে নায়িকার খোলাখুলি জবাব ‘অবশ্যই সেক্স। কেনোনা আমি না খেয়ে থাকতে পারি।’ আসলে জেএফডাব্লিউ ম্যাগাজিনের জন্য ফটোশুট চলাকালীনই তাঁকে একটি মজার গেম খেলতে বলা হয়। এই গেমটির শর্ত ছিল এই যে তাঁকে বেশ কয়েকটি মজার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। কিন্তু, তার উত্তর বেশী চিন্তা-ভাবনা করে বলা যাবে না। অভিনেত্রীর এই উত্তর বেশ চর্চিত হয়েছিল সকলের মধ্যে। যদিও তিনি এটি মজার ছলেই বলেছিলেন।

সামান্থার সর্বশেষ অভিনীত সিনেমা হচ্ছে ‘মনমধুড়ু টু’। ৯ই আগস্ট মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি নাগার্জুনা আক্কিনেনির অন্নপূর্ণা স্টুডিওয়ের ব্যানারের অধীনে তৈরী হয়েছে এবং রাহুল রবীন্দ্র পরিচালনা করেছেন। এই সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। অপরদিকে, তেলেগু ভাষার ‘৯৬’ সিনেমাটি ‘জানু’ নামে নতুন করে তৈরি হয়েছে। এই রিমেক সিনেমাটি মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। খুব তাড়াতাড়িই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই সিনেমাটি।

Related posts

আফগানিস্তানে ফের তালিবানি শাসন, ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন অভিনেত্রী

News Desk

করোনা মিটলেও কি চলবে ওয়ার্ক ফ্রম হোমের ব্যাবস্থা! কি বলল দেশের সব থেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা

News Desk

নাভী দেখেই জানা যায় নারীদের গোপন চরিত্রের হদিশ! জানেন কী?

News Desk