করোনা মহামারীর কারণে এখন বেশিরভাগ কাজই চলছে বাড়ি বসে। সে অফিসের মিটিং সারাই হোক কি অনলাইনে ছাত্র ছাত্রীদের ক্লাস নেওয়া। এমনকি বহু দেশের টিভি প্রোগ্রামে ইন্টারভিউও চলছে বাড়ী থেকে। কিন্তু এই অতিমারি আবহে বাড়ি থেকে মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে বা জুম কল চলাকালীন বহু মানুষ অনেক বিড়ম্বনার সন্মুখীনও হয়েছেন। এমনই এক ঘটনার সাম্প্রতিকতম উদাহরণ নিউজিল্যান্ডের এক মন্ত্রীও।
ঘটনাটা ঠিক কি? পড়ে নিন তাহলে। নিউজিল্যান্ডের (Newzealand) সামাজিক উন্নয়ন মন্ত্রী কারমেল সেপুলোনি (Carmel Sepuloni) সম্প্রতি জুম কলের মাধ্যমে সেই দেশে রেডিও সামোয়াতে সরাসরি একটি লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই ইন্টারভিউটি তখন নিউজিল্যান্ডের টেলিভিশনে সরাসরি সম্প্রচারিতও হচ্ছিল। কিন্তু হঠাৎই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। পিছন থেকে আচমকা উদয় হল তার ছেলে। আর সে উত্তেজিতভাবে একটি গাজরকে হাতে ধরে ক্যামেরার দিকে দেখাতে থাকে। কিন্তু হঠাৎ গাজর কেন। আসলে তার ছোট্ট ছেলেটি বাড়ির বাজারের ব্যাগ থেকে একটি বিশেষ আকৃতির গাজর খুজেঁ পায়। আর সেই গাজরটি দেখে সে এতটাই উত্তেজিত হয়ে পরে যে তৎক্ষণাৎ তার মা কে এই সংবাদটি দেওয়া প্রয়োজন বলে মনে করে। তাই ছুটতে ছুটতে সেই ঘরে আসে।
লেবার পার্টির পার্লামেন্টের সদস্য মিসেস সেপুলোনি নিউজিল্যান্ডের রেডিও সামোয়ার ব্রেকফাস্ট শো চলাকালীন টিভি সঞ্চালক তাভাই মেনির (Tavai Meni) সাথে কোভিড -১৯ এর সাথে সম্পর্কিত বিধিনিষেধ নিয়ে লাইভে আলোচনা করছিলেন যখন এমন ঘটনা ঘটে। ইন্টারভিউ এর এই অংশটি অনলাইনে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে টিভি হোস্টকে এমন ঘটনার প্রেক্ষিতে হাসতেও শোনা যায় এবং ওই মন্ত্রী থেকে গাজর সমেত তার ছেলেকে সরানোর চেষ্টা করেছিলেন।
পড়ে মন্ত্রী কারমেল সেপুলোনি নিজেও এই ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন, “সেই মুহূর্তে যখন আপনি জুমের মাধ্যমে লাইভ টিভি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনার ছেলে চিৎকার করতে করতে ইন্টারভিউ রুমে চলে আসে কেননা সে পুরুষের শরীরের অংশের মতো আকৃতির একটি গাজর বাজারের ব্যাগ থেকে খুজেঁ পেয়েছে”। “হ্যাঁ, আমরা ক্যামেরায় সামনেই একটি গাজরের উপর প্রায় ধস্তাধস্তি করছিলাম সেটিকে সরানোর জন্য এবং হ্যাঁ, আমি এখন এটি নিয়ে হাসছি কিন্তু তখন হাসছিলাম না!”