Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং স্বাস্থ্য

দুটি করে টিকার ডোজ নিয়েও করোনা আক্রান্ত অন্তত ২৫ শতাংশ স্বাস্থ্যকর্মী, জানাচ্ছে সমীক্ষা

প্রায় ২৫ শতাংশ স্বাস্থ্যকর্মী (Health Workers) দুটি করে করোনা ভ্যাকসিনের ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, এদের মধ্যে আবার অধিকাংশই উপসর্গহীন (Asymptomatic)। নয়া গবেষণা রিপোর্ট (New Study) ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের (Delta Infection) মাঝেই ফের উদ্বেগ বাড়াল। দিল্লি এনসিআর এলাকায় যৌথভাবে এই গবেষণা চালায় ইনস্টিটিউট অফ জেনোমিকস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (IGIB) এবং ম্যাক্স হাসপাতাল।

গবেষণায় সংক্রমণের মাত্রা খুবই কম দেখা গিয়েছে IGIB এর সিনিয়র গবেষক শান্তনু সেনগুপ্ত জানান। যদিও টিকাকরণ (Vaccination) একান্ত প্রয়োজনীয় ভয়াবহতা এড়াতে। আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের সকলেই উপসর্গহীন হওয়ায় তারা সংক্রমণ ছড়াতে পারে অজান্তেই। কাজেই মাস্ক পরা প্রয়োজন টিকা নেওয়া হয়ে গেলেও।

গবেষণা করা হয় ডবল ডোজের টিকা নিয়েছেন এমন ৯৫ জন স্বাস্থ্যকর্মীর উপর। টিকা নেওয়ার অন্ততপক্ষে দেড় থেকে তিন মাস পর ২৫ শতাংশেরই করোনা সংক্রমণ দেখা যায় ফের করোনা পরীক্ষা করা হলে। আর অসম্ভবলো উদ্বেগ বেড়েছে এই তথ্য উঠে আসার পরেই। ভ্যাকসিনকে আরও উন্নত করার প্রয়োজন রয়েছে কি না ডেল্টা প্রজাতির সংক্রমণ রুখতে,উঠছে সেই প্রশ্ন।

অনেকেরই ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের দুটো ডোজই হয়ে গেছে, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি
কখনোই করোনা আক্রান্ত হবেন না! অনেকেই বর্তমানে রাস্তাঘাট বা বাজারে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে প্রশ্ন করলে প্রায় সব সময় একইরকমের উত্তর পাওয়া যাচ্ছে। তাদের মতে ভ্যাকসিন হয়েছে তাই আর করোনা হবে না!

Related posts

জুন থেকে অক্টোবর পর্যন্ত দাপট চালাবে স্টিলথ ওমিক্রণ! ধেয়ে আসছে করোনার চতুর্থ ঢেউ!

News Desk

ওমিক্রণই শেষ নয়, হানা দিতে চলেছে আরও ৫৫ হাজার ভাইরাস!

News Desk

দ্বিতীয় বিয়ে করে পলাতক স্বামী, ৬ বছর পর খোঁজ পেয়ে মেয়ে নিয়ে উপস্থিত প্রথম স্ত্রী, তারপর..

News Desk