Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আজ জন্মাষ্টমী, জানুন গোপালের পুজো কিছু রীতি যা করলে মনোবাসনা পূর্ণ হবে অবশ্যই

আজ জন্মাষ্টমী (Janmashtami 2021)। পুরাণ অনুযায়ী, ৫,২০০ বছর আগে মথুরায় কারাগারে জন্ম নেন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ। দুষ্টকে দমন করে এবং শিষ্টকে পালনের জন্যই ভগবান শ্রী বিষ্ণুর অবতাররূপে পৃথিবীলোকে আবির্ভাব হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যে সময় আকাশে রোহিণী নক্ষত্র দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। আজ প্রায় ৮ বছর বাদে এক দুর্লভ জয়ন্তী যোগে দেশ এবং বিশ্বজুড়ে পালিত হবে কৃষ্ণের জন্মোৎসব। কেনোনা ভারতে মাতামাতি হলেও, বিশ্বের বাকি নানান দেশে জন্মাষ্টমী পালিত হয়। এই বিশেষ তিথিতে মধ্যরাত্রিতে শ্রী গোবর্ধনের পুজো করে জন্মাষ্টমী পালন করা হবে।
কথিত আছে, বিশেষ এই দিনে যদি নিয়ম-নিষ্ঠা মেনে শ্রী কৃষ্ণের আরাধনা করা যায়, তাহলে জীবনে তার মনোবাসনা পূর্ন হয়। শ্রী কৃষ্ণের আশীর্বাদে তার জীবনের কষ্ট দুঃখের সমাধান হয়ে যায়। অর্থ প্রাপ্তি তো হয়ই, পাশাপাশি সংসারে আশে সুখ এবং সমৃদ্ধি। কী সেই সমস্ত পূজার নিয়ম? তাই ভগবানকে সন্তুষ্ট করে তাঁর আশীর্বাদ জীবনে প্রাপ্তির জন্য জন্মাষ্টমীর দিনে এই বিশেষ উপায়গুলিতে কৃষ্ণ ভগবানের পুজো করে দেখতে পারেন….

১) জন্মাষ্টমীর রাত ১২টা নারের পায়েসে ভগবান কৃষ্ণের বাল স্বরূপের জন্ম অনুষ্ঠান পালন করুন। নারের পায়েসকে দেবকীর গর্ভের প্রতীক বলে মনে করা হয়। 

২) নারের পায়েসে কৃষ্ণের জন্মের পর শঙ্খের মধ্যে দুধ ভরে তাঁর অভিষেক করুন। এই পদ্ধতি মানলে কৃষ্ণ প্রসন্ন হন। দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজলের মিশ্রণে শ্রী কৃষ্ণের অভিষেক করতে পারেন।

৩) ময়ূরের পালক শ্রী কৃষ্ণের ভীষণই প্রিয়। তাঁর মাথায় ও বাঁশিতে শোভা পায় ময়ূরের পালক। তাই জন্মাষ্টমীর দিন বাড়িতে যদি ময়ূরের পালক আনেন তা সৌভাগ্য এর প্রতীক বলে মনে করা হয়।

৪) হলুদ রং শ্রী কৃষ্ণের ভীষণ পছন্দ। তাই হলুদ রঙের ফুল দিয়ে পুজো করলে এবং হলুদ বস্ত্র দিয়ে ভগবানকে সাজ সজ্জা করালে তিনি তুষ্ট হন আর আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। কৃষ্ণকে ও হলুদ চন্দনও লাগান।

৫) জন্মাষ্টমীর দিন গোরুকে চারা খাওয়ান। কৃষ্ণ পেশায় গোয়ালা ছিলেন। তাই যাঁরা গোরুর পুজো করেন ও গরুকে খাওয়ান, তাঁদের দ্বারা প্রসন্ন হন।

৬) গোপালকে মাখন আর মিশ্রীর ভোগ অর্পণ করুন। কেশবের পুজোয় তুলসী পাতাও ব্যবহার করুন।

৭)১ থেকে ৫ বছরের যে কোনও বাচ্চাকে নিজের হাতে করে এই দিন মাখন খাওয়ান। বাচ্চা বাল গোপালের রূপ।

Related posts

ল্যাবে না, ক্যাফেতে বসেই বানিয়ে দিত কোভিড টেস্টের রিপোর্ট , শিলিগুড়িতে ধৃত যুবক

News Desk

নৃশংস! লক্ষ্মীপুজোর দিনই নিজের একরত্তি সন্তানকে মেয়ে হওয়ার অপরাধে খুন করল মা!

News Desk

শখে প্রায় ১৫০ বছরের পুরনো ফার্মহাউজ কিনে ভূতের উপদ্রবে সারা! অনুসন্ধানে নেমে চমকে উঠল

News Desk