এবারে ক্ষমতায় এসে তালিবানদের এক অনন্য দাবি, তারা নাকি আগের থেকে অনেক বদল ঘটিয়েছে। চিন্তার কোনও কারণ নেই সংখ্যালঘু সম্প্রদায়ের। কিন্তু মুখে এই দাবি করলেও, অন্য কথা বলছে তালিবানদের কার্যকলাপ।
তালিবানের বিরুদ্ধে এক খ্রিস্টান ব্যক্তির চামড়া ছাড়িয়ে খুঁটিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। আমেরিকার কংগ্রেসের প্রাক্তন সদস্য মার্ক ওয়াকার অভিযোগ তুলেছেন।
তিনি আফগানিস্তানে খ্রিস্টার সম্প্রদায়ের মানুষের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে। সেখানে খ্রিস্টান ধর্মযাজকরা ভীত, সন্ত্রস্ত আফগানদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু তালিবানের শিকার হতে হচ্ছে তাঁদের তা করতে গিয়ে।
মার্কের দাবি, তাঁরই পরিচিত এক খ্রিস্টান পরিবারের সদস্যকে তুলে নিয়ে যায় তালিবান জঙ্গিরা গত মঙ্গলবার। তার পরই প্রকাশ্যে চামড়া ছাড়িয়ে খুঁটিতে লটকে দেওয়া হয় তাঁকে।
মার্কের কথায়, “ ভয়ানক বললে কম বলা হবে আফগানিস্তানের পরিস্থিতিকে। পরিস্থিতি এতটাই খারাপ যে শিউরে উঠতে হয় কল্পনা করতে গেলেও।” তালিবান জঙ্গিরা তাণ্ডব চালাচ্ছে আফগানিস্তান দখল করার পর থেকেই।
এদিকে মানবধিকার সংগঠন Amnesty International-এর দাবি, গজনিতে হাজারা সম্প্রদায়ের উপর ব্যাপক অত্যাচার চালিয়েছে তালিবানরা জুলাই মাসে। অন্তত ৯ জনকে সেখানে খুন করেছে তারা। এই হত্যাকাণ্ডের এক দিন আগেই অর্থাৎ ৩ জুলাই আফগান বাহিনীর সঙ্গে তালিবানের যুদ্ধ শুরু হয় গজনি নিয়ে। তখন হাজারা সম্প্রদায়ের লোকেরা এলাকা ছাড়তে শুরু করেন ভয়ে। অনেকে পাহাড়ের গুহাতে গিয়ে আশ্রয় নেন। এরপরেই তাঁরা পুরনো বাড়িতে ফিরে আসে। কিন্তু তাঁরা হয়তো জানত না, সেখানে তালিবানরা অপেক্ষা করছে। ফিরে আসতে দেখেই হাজারা সম্প্রদায়ের মানুষদের উপর তালিবানরা ঝাপিয়ে পড়ে। হত্যালীলা চলে।