Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শিয়ালদায় ধরা পড়ল ভুয়ো ট্রেন চালক, ৫ বছর ধরে চালাচ্ছিলেন ট্রেন

সাম্প্রতিক কালে সেই ভুয়ো আইএএস ধরা পড়ার পর থেকে ভুয়ো আইপিএস, চিকিৎসক ইত্যাদির পর এবার ভুয়ো ট্রেন চালক ধরা পড়ল। ভুয়ো দুই চালক পাঁচ বছর ধরে ট্রেন চালাচ্ছেন, আর সেই ট্রেনেই হাজার হাজার যাত্রী সওয়ার হয়ে যাত্রা করেছেন৷ তামিলনাড়ুতে আরপিএফ (RPF) তাদের গ্রেফতার করেছে। অভিযোগ, গত ৫ বছর ধরে শিয়ালদা শাখায় ট্রেন চালাচ্ছিলেন তাঁরা ভুয়ো নথি দেখিয়ে।

জানা গিয়েছে, সোহেল সিং ও এসরাফিল সিং নামে ওই ২ ব্যক্তি ভুয়ো নথি দেখিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে রেলের আই কার্ড নিয়ে দিব্যি রেলের চাকরি করছিল দুই যুবক ২০১৬ সালে। শিয়ালদা শাখার কোনও আধিকারিকের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদমর্যাদার ওই ২ ট্রেন চালককে নিয়ে কখনো সন্দেহ হয়নি। অথচ তারা সেই নথি দেখিয়েই ধরা পড়ে গেল তামিলনাড়ুর সালেমে ট্রেনে চড়ার সময়। তামিলনাড়ুর যাওয়ার সময় শিয়ালদহ ডিভিশনের আই কার্ড নিয়ে রেলের পাস দেখিয়ে কাটা টিকিট দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের৷ তাদের দু’ জনকে তামিলনাড়ুর সালেম ডিভিশনের ইরোড স্টেশনে আটক করা হয়৷

রেল পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, তারা যে নামে চাকরি করছে তা তাদের আসল নাম নয়। শিয়ালদা শাখায় চাকরি করছিল তারা নাম ভাড়িয়ে নকল নিয়োগপত্র তৈরি করে। চাকরির নিয়োগপত্রটিও তাদের ভুয়ো৷

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,কলকাতায় নিয়ে এসে তদন্ত করা হবে ধৃতদের। এই জালিয়াতিতে রেলের পদস্থ আধিকারিক যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কীভাবে পাঁচ বছর ধরে দিনের পর দিন কাজ করে গেলো এই ভুয়ো ট্রেন চালক? রেলের পদস্থ আধিকারিকদের মদত না থাকলে বলে মনে করছেন রেলকর্তাদের একাংশ। সঙ্গে তদন্তকারীরা আর কোনও ভুয়ো চালক রয়েছেন কি না তাও খতিয়ে দেখবেন। কার্যত মানুষের জীবন নিয়ে খেলার অভিযোগ উঠেছে রেলের বিরুদ্ধে ।

Related posts

জন্মদিন উদযাপনে তলোয়ার দিয়ে কেক কাটার উৎসব! অস্ত্র আইনে পুলিশে মামলা দায়ের

News Desk

চিকিৎসা চলাকালীন কেঁদে ফেলায় বিপাকে রোগী! কান্নার চার্জ করা হলো ৩ হাজার টাকা

News Desk

কিছুতেই স্বামীর গৃহে ফিরবেন না স্ত্রী, শেষে শ্যালিকাকে নিয়েই পালালো স্বামী! তারপর…

News Desk