Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিশ্বের সবথেকে ছোট্ট স্মার্টফোন কেনাকাটির জন্য উপলব্ধ! 3 ইঞ্চির স্ক্রিন, দাম মাত্র 7,421 টাকা

Mony Mint বিশ্বের সবথেকে ছোট স্মার্টফোন এর ঘোষণা হয়ে গিয়েছিল বেশ কিছু দিন আগেই। এবার অফিসিয়ালি উপলব্ধ হল সেই ফোন। অর্থাৎ, এবার থেকে Mony Mint ফোনটি গ্রাহকেরা কিনতে পারবেন। সেই সঙ্গেই আবার ছোট্ট এই ফোনের অনবদ্য কিছু ফিচার্স ও স্পেসিফিকেশনস রয়েছে।

এটাই বিশ্বের সবথেকে ছোট স্মার্টফোন বলে চিনের কোম্পানি Mony-র পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই ফোন এতই ছোট যে আপনার হাতের তালুতে ধরে যাবে খুব সহজেই। বিগত কয়েক বছরে বিশ্ব ব্যাপী একপ্রকার দেখা নেই ছোট স্মার্টফোনের বললেই চলে। যদিও এই কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এখনও শেষ হয়ে যায়নি ছোট স্মার্টফোনের চাহিদা। একটি 3 ইঞ্চি ডিসপ্লে Mint-এ রয়েছে। একটি শক্তিশালী 1250mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে Indiegogo ওয়েবসাইটে ইতিমধ্যেই। ফোনটির শিপিং চলতি বছর নভেম্বর থেকে শুরু হবে।

ডুয়াল সিম সাপোর্ট বিশ্বের সবথেকে ছোট 4G ফোন Mony Mint-এ থাকছে। 89.5 x 45.5 x 11.5 মিলিমিটার এই স্মার্টফোনের আয়তন। একটি 3 ইঞ্চি ডিসপ্লে দিয়েছে এই ফোনে চিনের কোম্পানিটি। 854×450 পিক্সেলস রেজোলিউশনে ছবি, ভিডিয়ো উপভোগ করতে পারবেন গ্রাহকেরা এই ডিসপ্লে থেকেই।

মনি মিস্ট শুধু কালো রঙেই পাওয়া যাবে। অনেকটা আইফোন-ফোরের মতো এটি দেখতে। জিএসএমএরিনা ওয়েবসাইটের একটি রিপোর্টে জানানো হয়েছে, এই স্মার্টফোনের ডিজাইন স্টিভ জবসের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। সহজেই এই ফোন যে কোনো জায়গায় নিয়ে ঘোরা যাবে খুবই ছোট হওয়ার কারণে।

যদিও ধারণা করা হচ্ছে, নেভিগেশনে কিছুটা সমস্যা হতে পারে ছোট ডিসপ্লের কারণে। ব্যবহারকারীদের ফোনের লেখা পড়তেও সমস্যায় পড়তে হতে পারে। ব্যস্ততার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বাটনে মনি মিস্ট ফোন থেকে ক্লিক করা প্রায় অসম্ভব। ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে মনি মিস্ট-এ রয়েছে। একটি মিডিয়াটেক এমটি৬৭৩৫ চিপসেট পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে রয়েছে। ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ রয়েছে। কোনো মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে না এই ফোনে। অ্যানড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম মনি মিস্ট-এ চলবে। 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর রয়েছে ফোনের ব‍্যাক প‍্যানেলে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এই পুচকে ফোনে একটি ভিজিএ ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Related posts

‘বহুবার এলিয়েন প্লেন দেখেছি, কিন্তু কাউকে বললে চাকরি যায়’, দাবি অনেক পাইলটদের

News Desk

ঘরে অন্য নারীর সঙ্গে স্বামী, হঠাৎ বাপের বাড়ি থেকে হাজির স্ত্রী! হতভম্ব স্বামী যা করলেন

News Desk

মর্মান্তিক! বিয়ের ১৫ বছর পরও হয়নি সন্তান! তাই বলে এমন পদক্ষেপ নেবেন স্বামী-স্ত্রী, কেউ ভাবেননি

News Desk