Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এই দেশের ঘড়ি কখনোই ছোঁয় না ১২টার কাঁটা। কিন্তু কেন? কারন জানলে অবাক হবেন!

সময়ের ঘর ১২টা থাকবে এটাই স্বাভাবিক বিশ্বের সব ঘড়িতেই। কিন্তু এমন একটি শহর এই পৃথিবীতে রয়েছে যার ঘড়ির কাঁটা ১২টার ঘর ছোঁয় না কখনই। মানে এখানে সম্ভব নয় ১২টা বাজা। জানেন এমন আশ্চর্য নগর কোথায় আছে ? এই ১১ এর শহর পর্যটকদের কাছে অতি প্রিয় এক শহর । সোলোথার্ন নামের শহর,এটি অবস্থিত সুইারল্যান্ডে।

পর্যটকরা শহরে ঢুকেই প্রথমে থমকে যান। কারণ সোলোথার্নের টাউন স্কোয়্যারে যে ঘড়িটি হয়েছে শহরের ‘একাদশ রহস্য’ সেটি থেকেই শুরু হয় ।মাত্র ১১টি সংখ্যা শহরের মূল কেন্দ্রের ঘড়িটিতে রয়েছে । এই ঘড়ির একটি সংখ্যা কম ১২ সংখ্যা বিশিষ্ট ঘড়ির থেকে । অর্থাৎ এই ঘড়িতে কখনও ১২টা বাজে না ।

সোলোথার্ন শহরটি তে আরও অনেক কিছু আছে ১১টি জাদুঘর, ১১টি গির্জা, ১১ খানা ঝরণা সহ। শুধুই এগারো গেঁরো মানে শহর জোড়া।

এই শহরে ইলভ নামে এক জার্মান নাগরিক আসেন একাদশ শতাব্দীর গোড়ার দিকে। এই নগরের প্রতিষ্ঠাতা তিনিই । স্থানীয় বাসিন্দারা ইলভকে পছন্দ করতেন । সকলের মন জয় করে শহর পত্তনে ইলভের প্রধান ভূমিকা । এবং সেই কারণেই নাকি ইলেভেন বা এগারো সংখ্যার বিভিন্ন নিদর্শন তৈরি করা হয় ইলভের নামের সঙ্গে মিলিয়ে । এই ধারা চলছে সেই থেকে । বেশ প্রচলিত লোকমুখে ইলভের গল্প। যদিও সন্দেহের যথেষ্ট অবকাশ আছে এই গল্পের বাস্তবতা নিয়ে। বরং ইতিহাসবিদ দের দাবি অনেক বেশি বিশ্বাসযোগ্য ২০০০ বছর আগে রোমানদের হাতেই এই শহরের পত্তন হয়েছিল বলে ।

কিন্তু সোলোথার্নের ইতিহাসের সঙ্গে কাকতালীয়ভাবে জড়িয়ে গেছে ১১ সংখ্যাটি লোকগাঁথা বা ইতিহাস যাই বলুনক না কেন।

  • ১২১৫ সালে সোলোথার্ন শহরে ১১ জনকে নির্বাচিত করা হয়েছিল কাউন্সিলর নির্বাচনে ।
  • আবার ১৪৮১ সালে ১১ তম প্রদেশ হিসেবে যুক্ত করা হয় সোলোথার্নকে সুইস কনফেডারেশনের ।
  • ১১ জন শহর রক্ষাকর্তা নিয়োগ করা হয়েছিল ওই সময় ।

-এর পর শহরে সেন্ট আরসুস গির্জা নির্মাণ করা হয় ১৫ শতকের গোড়ার দিকে। ১১টি দরজা, ১১টি জানলা, ১১টি রো এবং ১১টি ঘণ্টা সেই গির্জায় রয়েছে। ওই গির্জা তৈরিতে ১১ রকমের পাথর ব্যবহার করা হয়েছিল ।

এই শহরের সঙ্গে একটু বেশিই নিবিড় ১১ সংখ্যাটার সম্পর্ক ।১১ সংখ্যাটিশহরের কমবেশি সব কিছুর সঙ্গেই জুড়ে রয়েছে । এখানে মানুষের ১১ নম্বর এর উপর এত ভালোবাসা যে বিশেষভাবে সেলিব্রেট করা হয় কোনো বাচ্চার ১১ তম জন্মদিনকে ।

Related posts

বোনের চার মেয়ে! তাই টাকা দিয়ে ছেলে কিনে আনলো ভাই, পুলিশ জানতেই যা ঘটলো…

News Desk

বেশ কদিন পর আবারও কমলো দৈনিক সংক্রমণ, কিন্তু অ্যাকটিভ রোগীর সংখ্যা বেশ বাড়লো

News Desk

করোনাকালে আশ্বাস মোদির , জেনে নিন কি আশ্বাসের কথা বললেন তিনি ?

News Desk