Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এক ব্যাগ বাতাসের দাম নাকি সাড়ে পাঁচ লাখ টাকার উপর! কি এমন জিনিস আছে সেই ব্যাগে

বলা হয় সবের একটা মাত্রা থাকা প্রয়োজন। কিন্তু সেই মাত্রা বোধহয় আমেরিকায় নেই। বড়লোক দেশের কত না জানি সখ। কত ভাবেই না লোকে ধনীদের দেশে অর্থ ব্যয় করে থাকে। আর যদি দেশের নাম হয় আমেরিকা তাহলে তো আর কথাই নেই। বলা হয় ভাগ্য অনুসন্ধানকারী হন যারা তাদের দেশ আমেরিকা। এমন বহু উদাহরণ আছে যেখানে ভাগ্য গড়ে পিঠে নিয়েছেন এই দেশে এসে বহু লোক। তাই ধনীর বোধহয় কোনো অভাব নেই, সাথে অভাব নেই আজব আজব কারণে দু হাতে টাকা উড়ানোর। কিন্তু তাই বলে হাওয়া কিনে টাকা উড়ানো?

হ্যাঁ সম্প্রতি এরকমই একটি ঘটনা সামনে এসেছে। অনলাইন মাধ্যমে একটি প্লাস্টিকের জিপার দেওয়া ছোট্ট ব্যাগ বিক্রি হল বেশ মত অঙ্কের টাকায়। ব্যাগটির দাম রাখা হয়েছিল প্রায় ৭ হাজার ৬০০ আমেরিকান ডলার। ভারতীয় টাকায় যার মূল্য দাড়ায় ৫ লক্ষ্য ৬৪ হাজার ২৩৫ টাকা। মনে তো প্রশ্ন আসতেই পারে, এই ব্যাগের ভেতরের হাওয়ায় কী এমন বিশেষত্ব রয়েছে? না, ওই ছোট জিপারওয়ালা প্লাস্টিকের ব্যাগটির কোনও আলাদা বিশেষত্ব নেই, দামটা এত বেশি রাখা হয়েছিল এই জিপার ব্যাগের ভিতরে বন্দী বাতাসের জন্য। এমন কোন জায়গার বাতাস ভরা আছে এতে যে সেই বাতাস এত মূল্যবান? যে ব্যক্তি এই ব্যাগটি অনলাইন সেলিং সাইটে নিলামে তুলেছেন, তার দাবি করেছেন এই জীপার ব্যাগে ডন্ডা ড্রপ (donda drop) ইভেন্ট সাইটের বাতাস ভরা রয়েছে।

শুনে নিশ্চই ভাবছেন ডন্ডা ড্রপ ইভেন্ট সাইট কী? এমন কোনও অদ্ভুত জায়গা কি, যেখানকার বাতাসে কোনো জাদু আছে, বা এমন কোনও অলৌকিকতা রয়েছে কি? একদমই না। আসলে, ডন্ডা ড্রপ হল ভীষণ জনপ্রিয় মার্কিন পপ তারকা কেনি ওয়েস্টের (kanye west) সামনেই প্রকাশ পেতে চলেছে এমন এক মিউজিক অ্যালবাম ‘ডন্ডা’র প্রিভিউ কনসার্ট-এর নাম। চলতি বছরের ২২ জুলাই ওয়েস্ট আটলান্টার (West Atalanta) মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে তাঁর দশম অ্যালবামের ‘ডন্ডা ড্রপ’ নামে ওই কনসার্ট করেছিলেন কেনি। আসলে ডন্ডা কেনি ওয়েস্টের মায়ের নাম। তার এই আসন্ন মিউজিক অ্যালবামটি প্রকাশিত হওয়ার কথা ৬ অগাস্ট।

তবে শুনে অবাক হবেন না। কেনি ওয়েস্টের কনসার্টের গিয়ে বন্দী করে আনা বাতাস এর আগেও বিক্রি হয়েছে লাখ লাখ টাকায়। ২০১৫ সালে একইভাবে আরেক ব্যক্তি কেনি ওয়েস্টের কনসার্টের বাতাস নিলামে তুলে প্রায় ৬০০০ মার্কিন ডলারে বা প্রায় ভারতীয় টাকায় ৪৮ লক্ষ টাকা উপার্জন করেছিলেন। এবারে দাম আগের বাড়ের থেকে কম উঠলেও, জীপার ব্যাগটির শিপিং খরচ হিসাবে ৭৬০০ মার্কিন ডলারের পর অতিরিক্ত আরো ৪ মার্কিন ডলার দিতে হবে ক্রেতাকে।

Related posts

জন্মদিনের দিন পুলিশ ডেকে নিজেকেই নিজে ‘অ্যারেস্ট’ করালেন শত বর্ষীয় বৃদ্ধা! কিন্তু কেন?

News Desk

এই হোটেলে একরাত কাটাতে ব্যয় করতে হয় কুড়ি লক্ষ টাকা! কি এমন বিশেষত্ব এই হোটেলের?

News Desk

‘বাড়াবাড়ি করলে পরমাণু হামলা করব!’ কেন জাপানকে এরম হুমকি দিল চিন?

News Desk