Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দমদম বিমানবন্দরে হুলুস্থুল! মুম্বাইগামি যাত্রীবাহী বিমান ভেতরে পাওয়া গেল এক জ্যান্ত সাপ!

দমদম বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের ভিতর থেকে উদ্ধার হল জ্যান্ত সাপ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাবেলা এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক এর সৃষ্টি হয় বিমানবন্দরে উপস্থিত যাত্রী এবং বিমানকর্মীদের মধ্যে। এই আকস্মিক ঘটনায় সকলে কিছুক্ষণ হকচকিয়ে যায়। পরে বনদফতরকে খবর পাঠালে তারা এসে সাপটিকে উদ্ধার করেন।

যদিও এই ভাবে বিমানের ভিতরে কোথা থেকে সাপ এল তা জানা যায়নি। ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে, ইন্ডিগোর (Indigo) একটি বিমান মধ্যপ্রদেশের রায়পুর থেকে যাত্রী সমেত নেমেছিল দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে। ভায়া কলকাতা হয়ে যাত্রী নিয়ে এই বিমানটির উড়ে যাওয়ার কথা ছিল মুম্বই।

কিন্তু বিমানটি দমদম থেকে মুম্বাইয়ের উদ্দেশে ওড়ার আগেই বিমানকর্মীদের চোখে পড়ে বিমানের ভেতর একটি সাপ। বিমানটি তখন পুরোপুরি ওড়ার জন্য প্রস্তুত। সব যাত্রীরাও উঠে গেছে বিমানে। ঠিক তখনই ছড়ায় চাঞ্চল্য। সেই বিমানের কার্গো ডিপার্টমেন্টে সাপটিকে দেখতে পান একজন বিমানকর্মী। সাথে সাথেই ওই কর্মী খবর দেন বিমান বন্দর কর্তৃপক্ষকে।

হঠাৎ ঘটা এই সাপ কাণ্ডের বিমান যাত্রায় দীর্ঘ সময়ের বিরতি আসে। খবর পাঠানো হয় বনদপ্তরে। সেখান থেকে বনদপ্তরের কর্মীরা এসে বিমান থেকে ঘণ্টাখানেকের চেষ্টায় সাপটিকে উদ্ধার করে। সাপটিকে উদ্ধার করার পর নিয়ম মেনে পুরো বিমানটি স্যানিটাইজ করা হয়েছে। কিন্তু সেই বিমান নিয়ে আর উড়তে সন্মত হননি পাইলট। সাপটির খোঁজ মেলার পর সাথে সাথেই ওই বিমান থেকে সব যাত্রীদের নামিয়ে আনা হয়। এবং অন্য আরেকটি বিমানে যাত্রীদের বসিয়ে মুম্বই পৌঁছে দেওয়া হয়।

তবে দমদম বিমানবন্দরে উদ্ধার হওয়া সাপটি কোন ধরনের সাপ, তা এখনও জানা যায়নি। দমদম বিমানবন্দরে আগেও হয়েছে বন্যপ্রাণীর উপদ্রব। হঠাৎ বিমানবন্দরের আকাশ সীমানায় পাখি, মৌমাছি, হাঙারে শিয়ালের উপদ্রব ইত্যাদি সমস্যা আগেও দেখা দিয়েছে। এই সব সমস্যা থেকে পরিত্রাণের ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় জুড়ল নতুন নাম সাপ।

দমদম বিমানবন্দরে এই ভাবে বিমানে সাপ মেলার পর যাত্রীদের নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণত কোনও বিমান ওড়ার পূর্বেই সেটিকে সম্পূর্ন ভাবে চেক করে দেখে নেওয়া হয়। কিন্তু তারপরেই কীভাবে সাপটি থেকে গেল বিমানের ভেতরে এই নিয়ে প্রশ্ন উঠেছে। কারন মাঝ আকাশে সাপটির দেখা মিলে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

Related posts

প্ল্যাটফর্মে একা দাড়িয়ে কেঁদেই যাচ্ছিল মেয়েটি! খোঁজ নিতেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

News Desk

কার্তিক মাসের সংক্রান্তিতে বাংলায় হয় কার্তিক পুজো! জেনে নিন কেন হয়, এই বছরের পুজোর নির্ঘণ্ট

News Desk

বই পড়লেই মকুব হয় সাজা! বিশ্বে একমাত্র এই দেশের কারাগারেই রয়েছে এমন আশ্চর্য নিয়ম

News Desk