বার্সেলোনার (Barcelona) ১০ নম্বর জার্সিতে আর খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে (Lionel Messi)। অনেক চেষ্টার পর, বহু কাঠখড় পুড়িয়েও কাতালান জায়ান্টদের সাথে মেসির নতুন করে চুক্তি স্বাক্ষর করানোটা সম্ভব হলো না।
একুশ বছরের পুরনো সম্পর্ক বার্সেলোনার সাথে লিওনেল মেসির। বার্সার জার্সি পরেই অবসর গ্রহণ করতে চাইতেন তিনি। কিন্তু তা আর সম্ভব হলো না। বৃহস্পতিবার বার্সালনা ক্লাবের তরফেই এক বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। এই দিন কাতালানের এই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি নিয়ে এক দীর্ঘ আলোচনায় বসেন মেসি। তারপরেই চুক্তি শেষ করে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
পরে বার্সেলোনার পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে দীর্ঘ সম্পর্কের পর চলতি বছর ক্যাম্প ন্যু থেকে বিদায় নিচ্ছেন মেসি।
বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, মেসি এবং ক্লাব দুই পক্ষই আর্থিক বোঝাপড়া এবং চুক্তি নবিকরণের ব্যাপারে একমত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ের লা লিগার দ্বারা বেধে দেওয়া অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণেই দুই পক্ষের মধ্যে নতুন করে চুক্তি করা আর সম্ভব হচ্ছে না।
আপাতত মেসি ফ্রি এজেন্ট। এবং ফ্রি এজেন্ট হিসেবে নিজের নতুন ক্লাবের খুঁজতে শুরু করবেন।
এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, বার্সার সঙ্গে ৫ বছরের চুক্তি নতুন করে স্বাক্ষর করতে পারেন মেসি। কিন্তু লা লিগার অর্থনৈতিক শর্ত অনুযায়ী স্পেনের ক্লাবগুলোর আয়ের ওপর নির্ভর করেই সেই ক্লাবের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতনের টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বার্সার জন্য সংখ্যাটা ২০০ মিলিয়ন ডলারের মতো। কিন্তু খেলোয়াড়দের বার্সাকে যে বেতন দিতে হয় সেই অনুযায়ী বার্সার খরচ আরও অনেকতাই বেশি। ফলে খেলোয়াড়দের বেতন ছাঁটার সিদ্ধান্ত নিয়েছিল বার্সালোন ক্লাবের বোর্ড মেম্বাররা। কিন্তু জানা গিয়েছে এত কিছুর পরেও নতুন চুক্তি স্বাক্ষর করার জন্য , আগের বেতনের চুক্তির থেকে পঞ্চাশ শতাংশ কম টাকা নিয়েই আরও পাঁচ বছর কাতালান জায়ান্টদের হয়ে খেলতে রাজি ছিলেন মেসি। কিন্তু তাতেও বার্সেলোনার খেলোয়ারদের প্রদেয় মোট বেতন যা দাঁড়াচ্ছিল তা স্প্যানিশ লা লিগা লিগের বেঁধে দেওয়া টাকার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। এর কারণ বর্তমানে লিওনেল মেসি মাথায় রয়েছে বিপুল ঋণের বোঝা।
১৩ বছর বয়সে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন লিওনেল মেসি। ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। বার্সার জার্সিতে অসংখ্য শিরোপা ও খ্যাতি অর্জন জমা আছে তার কীর্তির খাতায়। এই ক্লাবের জার্সি গায়ে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৬ বার ব্যালন ডি অ’র জিতেছেন লিওনেল মেসি। টানা ৪ বার পর পর ফুটবলের এই সর্বোচ্চ সন্মান জিতেছিলেন তিনি। এই ক্লাবের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ও গোল করার মালিক তিনি। সবমিলিয়ে তিনি বার্সার ইতিহাসের সবচেয়ে সফলতম খেলোয়াড় হিসেবে স্বীকৃত।
কিন্তু লা লিগা কর্তৃপক্ষের আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে চুক্তি নবিকরণ না করায় ভালোবাসার ন্যু ক্যাম্প হয়তো ছাড়তে হচ্ছে মেসিকে। নতুন কোন ক্লাবে জয়েন করেন এই ফুটবল তারকা তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সারা বিশ্ব।