আর ঠেকানো সম্ভব নয় করোনা তৃতীয় ঢেউ। চলতি অগাস্ট মাসেই ভারতে করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। অক্টোবর মাসে সংক্রমণ ছোঁবে শিখর। সেই সময়ে দৈনিক এক থেকে দেড় লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
কবে আছড়ে পড়ছে করোনার তৃতীয় ঢেউ? দ্বিতীয় ঢেউ শেষের পরে এই প্রশ্নটাই লাখ টাকার। নানা জল্পনার মাঝেই হায়দরাবাদ IIT-র গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং IIT কানপুরের মনীন্দ্র আগরওয়াল জানাচ্ছেন, তৃতীয় ঢেউয় শিখর ছোঁবে আগামী অক্টোবরে।
বিগত ৪৬৩ দিনে ভারতে কোভিড সংক্রমণের একটি গ্রাফ তৈরি করেছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশে দৈনিক মৃত্যুর (Daily Death Load) পরিসংখ্যান নেমেছিল ১০০ বা তারও নীচে। এরপরেই অনেকে মনে করেছিলেন করোনার প্রকোপ শেষ।
কিন্তু তারপরেই আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। একইরকম বিষয় দেখা গিয়েছে ৪ জুলাই থেকেওজানা গিয়েছে, বিশেষজ্ঞদের বক্তব্য, করোনার তৃতীয় ঢেউ দ্বিতীয়টির মতো ঘাতক হবে না। তবুও সাবধানের মার নেই। তাঁরা জানাচ্ছেন, করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণের হার অনেক বেশি থাকবে। দৈনিক ১ লক্ষ করে সংক্রমণ হতে পারে।
পরিস্থিতি খুব খারাপ হলে দৈনিক দেড় লক্ষ সংক্রমণও দেখতে পারে দেশ। করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।
তিনি জানিয়েছেন, লকডাউন সম্পর্কিত বিধিনিষেধে শিথিলতা এবং করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট, এই দুই কারণের জন্য তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। টিকা নেওয়ার বিষয়ে বিশেষ জোর দিয়েছেন AIIMS-এর ডিরেক্টর।
তিনি জানিয়েছেন, অন্যান্য যেসব দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে যাঁদের শরীরে টিকা রয়েছে তাঁদের কয়েকজন করোনায় আক্রান্ত হলেও তাঁদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না। এরফলে এটা স্পষ্ট যে কাজ করছে কোভিড টিকা। পাশাপাশি কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিক ভি-এর পাশাপাশি আরও একাধিক টিকা শীঘ্রই পাওয়া যাবে ভারতে, এমনই ইঙ্গিত দিয়েছেন রণদীপ গুলারিয়া।