Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পাক অধিকৃত কাশ্মীর লিগে খেললে ছিন্ন হবে ভারতের সাথে সম্পর্ক, এই লীগকে অনুমোদন না দিতে প্রস্তাব BCCI এর

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগ বা কেপিএল নিয়ে কড়া অবস্থান নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড এর উদ্দেশে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, যাঁরা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবেন, তাঁদের ভারতে খেলতে দেওয়া হবে না। বিসিসিআইয়ের সঙ্গে রাখতে দেওয়া হবে না কোনও বাণিজ্যিক যোগ। ভারতে কোনও ক্রিকেটীয় কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তাঁরা।

এমনকি এই বিতর্কিত ভূখণ্ডে কোনো লীগকে অনুমোদন না দিতে আইসিসিকে আর্জি সৌরভদের বোর্ডের। আইসিসি-র কাছেও এক অভিযোগ করল বোর্ড। সূত্রের খবর, কাশ্মীর প্রিমিয়ার লিগ বা কেপিএলকে অনুমোদন না দেওয়ার জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Bcci rigid in Kashmir premier league issue

শনিবার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস জানিয়েছিলেন যে, তাঁকে পাক অধিকৃত কাশ্মীরে ক্রিকেট লিগ খেলা থেকে আটকানোর চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি অভিযোগ করেন যে, বিতর্কিত ভূখণ্ডে লিগ খেললে ভারতে তাঁর সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ বন্ধ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বোর্ড। এই নিয়ে কিছু কিছু বিতর্ক হলেও নিজের অবস্থানে অনড় ভারতীয় বোর্ড।

ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে টানাপোড়েন দীর্ঘ দিনের। রাজনৈতিক রেষারেষির জেরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও। কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকেই দুই দেশের সম্পর্ক যেন আরও তলানিতে গিয়ে ঠেকেছে।

৬ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত হওয়ার কথা কাশ্মীর প্রিমিয়ার লিগ। পাক অধিকৃত কাশ্মীরে হওয়ার কথা এই লিগ। সেখানে বহু প্রাক্তন ক্রিকেটার অংশ নেবেন বলে জানা গিয়েছে। কিন্তু ভারতীয় বোর্ডের এই লীগ ঘিরে কড়া অবস্থান নিয়ে এই লীগের ভবিষ্যৎ নিয়ে জটিলতা দেখা গিয়েছে।

ইতিমধ্যেই মন্টি পানেসর, ম্যাট প্রায়র, ফিল মাস্টার্ড এবং ওয়েইস শাহের মতো ইংরেজ ক্রিকেটাররা সরে গিয়েছেন কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে। পাকিস্তান বোর্ডের দাবি, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক আইন ভেঙেছে। ক্রিকেট খেলাটাকে কলুষিত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতিতেই কাশ্মীর প্রিমিয়ার লিগ হচ্ছে।’ পাকিস্তান বোর্ড এই বিষয়টি নিয়ে আইসিসি-র কাছেও যাবে বলে জানিয়েছে।

Related posts

অরুণাচলে নদীর জলের রং বদলে আচমকাই কালো, ভেসে উঠেছে মরা মাছ। নেপথ্যে চীনের হাত?

News Desk

১০০ বছর পেরিয়ে আজও ম্যারির ফাঁসির অপরাধে বহন করে বেড়াচ্ছে এই শহর! জানেন এর কাহিনী

News Desk