Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

চলতি অর্থবর্ষের কিষাণ বিকাশ পত্র, সেভিংস অ্যাকাউন্ট, NSC ইত্যাদিতে সুদের হার ঘোষণা করল কেন্দ্র

জুলাই থেকে সেপ্টেম্বরে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক। প্রতি ত্রৈমাসিকের শুরুতে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হারের ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জুলাই থেকে সেপ্টেম্বরে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক। চলতি অর্থবর্ষে জুলাই থেকে দ্বিতীয় ত্রৈমাসিক শুরু হচ্ছে। এই সময়ে কোন সঞ্চয়ে কী হারে সুদ পরিবর্তিত হল?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক সুদের হার থাকবে ৭.৬ শতাংশ। পাঁচ বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মিলবে ৭.৪ শতাংশ হারে সুদ।

এনএসসি, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এর মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত থাকছে। এনএসসিতে সুদের হার ৬.৮ শতাংশ এবং পিপিএফ-এ বার্ষিক সুদের হার ৭.১ শতাংশে থাকছে। কিষান বিকাশ পত্রে থাকবে ৬.৯ শতাংশ সুদের হার। সেভিংস অ্যাকাউন্ট এ মিলবে ৪ শতাংশ সুদের হার।

বুধবার অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার প্রথম ত্রৈমাসিকের থেকে অপরিবর্তিত থাকবে।’

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রক গত ১ এপ্রিল প্রথম ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার ১.১ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত টুইট করে। কিন্তু তত্ক্ষণাত্ সেটি প্রত্যাহার করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে সেটি ‘ভুলবশত’ হয়েছিল। ফলে ২০১৯-২০ অর্থবর্ষের অন্তিম ত্রৈমাসিকের হারই অপরিবর্তিত থাকে।

Related posts

বরফে ঢাকা উচ্চপাহাড়ে লড়াইয়ের জন্য ফের নতুন সেনাবাহিনী বানাচ্ছে চিন! কি বলছে রিপোর্ট

News Desk

বহু শ্রমে অবশেষে প্রস্তুত নেতাজির গ্রানাইট মূর্তি! রাজধানীর বুকে উদ্বোধন প্রধানমন্ত্রীর

News Desk

সপ্তাহের এই বিশেষ দিনে নারীদের যৌন চাহিদা থাকে চরমে, সমীক্ষায় প্রকাশ হল চমকপ্রদ তথ্য

News Desk