Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালিত হয় ফ্রেন্ডশিপ ডে। কেন এই দিনটি বন্ধুত্বের দিন হিসাবে পালিত হয় জানেন?

৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়। তবে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস বা ফ্রেন্ডশিপ ডে (Friendship Day) হিসেবে চিহ্নিত।

সারা বছর নানা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমাদের দিনগুলো। কত একাকিত্ব, কত স্বপ্ন, কত কথার চরা পড়তে থাকে বুকের ভেতর! ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোন বা ভিডিও কল আমাদের যোগাযোগ ব্যবস্থাকে যতই সহজ করে দিক না কেন, হৃদয়ের অন্তঃস্থলে এমন অনেক কথা তবু থেকেই যায়। তাই অন্তত একটা বন্ধু সকলের খুবই প্রয়োজন। তবে বন্ধুত্ব এমন একটি বন্ধন, এতে থাকে স্বার্থহীন ভালোবাসা। পৃথিবীর অনেক সম্পর্কের মধ্যে এটি অন্যতম। আর মনের মতো বন্ধুকে বছরের একটা দিনে তো আন্তরিক কৃতজ্ঞতা জানানো যেতেই পারে! আর সেই জন্যই প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বিশ্বজুড়ে বন্ধুত্ব দিবস বা ফ্রেন্ডশিপ ডে পালন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতেও বন্ধু দিবস পালিত হয়। বন্ধু দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। ভারতে আগস্টের প্রথম রোববার দিবসটি পালন করা হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কেন এই বন্ধু দিবস? আজ জেনে নিন বন্ধু দিবস পালনের কারণ-

ফ্রেন্ডশিপ ডের ইতিহাস

হাত ভর্তি ফ্রেন্ডশিপ ব্যান্ড, গ্রিটিংস কার্ড, ইনবক্সে উইশ। আগস্টের প্রথম রবিবারের ছবিটা খানিক এমনই। প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারই পালিত হয় ফ্রেন্ডশিপ ডে।

তবে ১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস রবিবার পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন।

কিন্তু আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয় ৩০ শে জুলাই। কেন জানেন?

আসলে শুরুটা হয়েছিল ১৯৩০ সালে যখন হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল বন্ধুত্ব দিবসের আয়োজন করেন। ২ অগস্ট এই দিনটি পালনের আয়োজন করেন, যাতে সকলে একসঙ্গে মিলে বন্ধুত্বের উৎসব পালন করে। তবে খুব শীঘ্রই সকলে বুঝতে পারেন যে এটি গ্রিটিংস কার্ড বিক্রির কৌশল।

ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের তরফে ১৯৫৮ সালের ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের প্রস্তাব উত্থাপিত হয়। বন্ধুত্বের মাধ্যমে শান্তিপূর্ণ সংস্কৃতির স্থাপনের জন্য প্রচার চালায় এই সংস্থা। ১৯৫৮ সালের ২০ জুলাই বিশ্ব বন্ধুত্ব দিবসের প্রস্তাব করেন ডঃ আর্টেমিও ব্র্যাচো। বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে ঘোষিত হয়।

Related posts

মানবদেহের পাশাপাশি করোনা সংক্রমণ এবারে কি পশুদের দেহেও? কী জানালো পরিবেশ মন্ত্রক।

News Desk

স্বামীর ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসছে কেন? সন্দেহের বশে স্ত্রীর ঘটালেন মারাত্মক কান্ড

News Desk

১০ হাজারের নিচে স্মার্টফোন কিনতে চান! জেনে নিন দুর্দান্ত ফিচারসের এমন ৫টি স্মার্টফোনের নাম

News Desk