করোনা ভাইরাস সংক্রমণের আসন্ন তৃতীয় ঢেউয়ের একেবারে দরজায় দাঁড়িয়ে ভারত! অন্তত গত বেশ কয়েকদিনের করোনা (Coronavirus) পরিসংখ্যান সেই রকম কিছুই ইঙ্গিত করছে। গত ২৪ ঘণ্টায় দেশে আবারও বাড়লো করোনা দৈনিক সংক্রমণ। তবে, সবচেয়ে বেশী চিন্তার যা রাখছে তা হল কেরলে সংক্রমনের বাড়বাড়ন্ত। গত ২৪ ঘণ্টায় দেশের মোট যা করোনা সংক্রমণের প্রায় অর্ধেকই হয়েছে কেরলে। কেরলের এই ঊর্ধ্বমুখী সংক্রমনের প্রভাব পড়ছে প্রতিবেশী রাজ্য কর্ণাটকেও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত শুক্রবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। তার আগের দিন অর্থাৎ বুধবার দেশে সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দেশে করোনা সংক্রমিত হয়েছিলেন ২৯ হাজার ৬৮৯ জন। তার আগের দিন অর্থাৎ সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৩৬১। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছিল ৩৯ হাজার ৭৪২ জন। এর ফলে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন।
শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) থেকে প্রকাশিত পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৫৫ জন। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের তুলনায় সামান্য কম। এর আগের দিন করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৬৪০ জন। এর আগের দিনও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৪০। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। তার আগের দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন অর্থাৎ সোমবার দিন। তার আগের দিন অর্থাৎ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃতের সংখ্যা ছিল ৫৩৫। এই নিয়ে করোনা ভাইরাসের হানায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন। এখনও পর্যন্ত করোনা কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ।
দেশে গত ২৪ ঘন্টায় সামান্য কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে বর্তমান করোনা অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। তৃতীয় ঢেউয়ের প্রতিরোধে চলছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। ইতিমধ্যেই ভারতে করোনা টিকা পেয়েছেন ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জন।