Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

উচ্চমাধ্যমিকে যারা ফেল করেছেন কি পাশ করিয়ে দেওয়া হবে? জল্পনা বাড়াচ্ছে উচ্চ মাধ্যমিক সংসদের বিজ্ঞপ্তি

করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কোনো পরীক্ষাই চলতি শিক্ষবর্ষে নেওয়া সম্ভব হয়নি। তবে খাতায় কলমে পরীক্ষা না হলেও বিকল্প যে মূল্যায়ন পদ্ধতি বেছে নেওয়া হয়েছিল এই বছরের মার্কশিট তৈরী করার জন্য। রেজাল্ট বেরোলে দেখা যায় সেই পদ্ধতি অনুযায়ী মাধ্যমিকের পাশের হার ১০০% হলেও উচ্চমাধ্যমিকে পাশ করেছেন ৯৭.৬৯ শতাংশ পড়ুয়া। বাকিরা হয়েছেন অকৃতকার্য। আর এর পরেই জেলায় জেলায় শুরু হয় ফেল করা ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। কেন ফেল? পরীক্ষা না হওয়ার পরও কেন পাশ করানো হয়নি। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন অনুত্তীর্ণরা। বিক্ষোভের জেরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয় আশ্বাস। বলা হয় রেজাল্ট নিয়ে কোনও অভাব-অভিযোগ থাকলে, তা খতিয়ে দেখা হবে সংসদ তরফে। কিন্তু তাও থামেনি বিক্ষোভ। এবারে লাগাতার এই বিক্ষোভের জেরে অবশেষে উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষার্থীদের পাশ করানোর সিদ্ধান্ত নিলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

রাজ্যে লাগাতার উচ্চ মাধ্যমিকের ফল ঘিরে এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কথা বলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের সাথে। সেই বৈঠক সমাপ্ত হলে সংসদ সভানেত্রী মহুয়া দাস জানিয়েছেন খুব দ্রুত পরীক্ষার ফল ঘিরে চলা সমস্যার সমাধান করা হবে। এরপরই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফে এক নোটিস বার হয়। নোটিশে বলা হয় “সমস্ত বিদ্যালয়ের প্রধানদের জানানো হচ্ছে, উচ্চ মাধ্যমিকের ২০২১ সালের ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের অসন্তোষের বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় ২৯ জুলাই থেকে যোগাযোগ করেন। অসন্তুষ্ট ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে ৩০ জুলাই থেকে যোগাযোগ করেন।”

এর পরই জল্পনা, যে পাশ করিয়ে দেওয়া হবে উচ্চমাধ্যমিকে ফেল সমস্ত পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের তালিকা জমা দিতে শুরু করেছেন।

Related posts

বিয়ের ৭ বছর পর গর্ভবতী মহিলা! এক সঙ্গে কতগুলি সন্তানের জন্ম দিলেন শুনলে চমকে উঠবেন

News Desk

গোপনে হস্তমৈথুন করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়বে হাত! কিভাবে সম্ভব! যুক্তি শুনলে অবাক হবেন

News Desk

“রাজনীতি করা হচ্ছে!” ইন্ডিয়াগেটে নেতাজীর মুর্তি স্থাপনের সিদ্ধান্তের সমালোচনা মমতা সরকারের

News Desk