Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পর্নোগ্রাফি তৈরী চলত মাদক খাইয়ে, শুটিং চলত ব্ল্যাকমেল করে; দাবী শ্রুতি গেরার

রাজ কুন্দ্রার গ্রেফতারীর পর যেন পর্নোগ্রাফি(Pornography) ঘিরে গোটা রুপোলি জগতে হইচই পড়ে গিয়েছে। একের পর এক সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এই ঘটনা ঘিরে মুখ খুললেন আরও একজন অভিনেত্রী শ্রুতি গেরা (Shruti Gera)। কি জানালেন শ্রুতি? তিনি জানিয়েছেন রাজ কুন্দ্রার ভিডিয়ো অ্যাপ হটশট -এ কাজের প্রস্তাব পেয়েছিলেন। অবশ্য তাঁকে ডাকা হয়েছিল ওয়েব সিরিজে (Web Series) -এ অভিনয়ের নাম করে। যদিও শ্রুতি গেরা সেই প্রস্তাবে রাজি হননি।

Drugging and blackmailing young actors is common to shoot porn said Shruti gera

শ্রুতির জানিয়েছেন, একাধিক কাস্টিং ডিরেক্টরের ফোন এসেছিল তার কাছে ওয়েব সিরিজে অভিনয়ের জন্যে। সেই সব কাস্টিং ডিরেক্টরের নাম যদিও মনে নেই তাঁর। কিন্তু সেই সব কাস্টিং ডিরেক্টর জানিয়েছিল রাজ কুন্দ্রার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে শ্রুতি কে। শ্রুতি বলেন এদের মধ্যে একজন এও বলেন যে, রাজ কুন্দ্রা ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন। রাজ কুন্দ্রা কে মুম্বাই পুলিশ গ্রেফতার করার পর একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বি-টাউন ইন্ডাস্ট্রি তে তার অভিজ্ঞতা সম্পর্কে শ্রুতি বলেন, ‘আমরা সকলেই ভাবতাম ইন্ডাস্ট্রিতে রাজ কুন্দ্রা এক বিশাল নাম। কিন্তু শেষমেশ দেখা গেল, তিনি পর্ন বানাতেন!’

রুপোলি পর্দার জগতে অল্প বয়সি ও পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের এই জাতীয় ঘটনার হামেশাই সামলাতে হয় বলে দাবি শ্রুতির। তিনি আরো বললেন, ‘‘জোর করে মাদক খাইয়ে, নেশা করিয়ে সেই সব অভিনেতা-অভিনেত্রীদের অজান্তেই আপত্তিকর ভিডিয়ো তুলে তার পর এই ধরনের সফট পর্ন বা এরোটিক যৌন উদ্দীপক ভিডিও বা সিনেমায় কাজ করানোর জন্য করা হয় ব্ল্যাকমেল। আরব সাগরের তীরে বি-টাউনে এটা বেশ সাধারণ ঘটনা। যখন তখন ঘটছে এটা।’’ বিখ্যাত হয়ে গেছে যে সমস্ত নাম তাদের কোনো অডিশন নেওয়া হয় না বলে জানিয়েছেন শ্রুতি। কোন সিরিজ বা সিনেমায় কে মুখ্য চরিত্রে অভিনয় করবেন, সেটা আগে থেকেই ঠিক থাকে। যত ধরনের অসুবিধা তার সম্মুখীন হতে হয় কেবলমাত্র ছোট ছোট শিল্পীদের বা জুনিয়র আর্টিস্টদের। শুধু মহিলা অভিনেত্রী নয়, পুরুষ অভিনেতাদেরও অহরহ এমন ভিডিয়ো তে অভিনয়ের জন্য জোর করা হয়। তাঁদের এমন পরিস্থিতির জাতাকলে ফেলা হয়, যেখানে‌ দাঁড়িয়ে তাদের কাছে আর কোনও রাস্তাই খোলা থাকে না। তাই শ্রুতির জন সাধারণের কাছে অনুরোধ, অভিনেতা-অভিনেত্রীদের এই সমস্ত ঘটনার সাথে নাম জড়ানোর জন্য দোষ দেওয়া উচিত নয়।

Related posts

বর্ষায় কমে যায় সেক্সের চাহিদা! কি বলছে বিশেষজ্ঞরা?

News Desk

দাপট জারি থাকলেও ভারতে করোনায় হ্রাস পেল দৈনিক মৃত্যু, সংক্রমনের গন্ডি সেই ৪০ হাজারের উপর

News Desk

অতিমারির মধ্যেই দল বেঁধে হোটেলে পার্টি, মদের ফোয়ারা, শিলিগুড়িতে আটক ৪১

News Desk