Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিনামূল্যে বিতরিত হচ্ছে পেট্রোল এবং সর্ষের তেল। অভিনব চমক পশ্চিমবঙ্গের এই জেলায়।

পেট্রল এবং সর্ষের তেল মিলবে এক্কেবারে বিনামূল্যে। শুনে চমকাবেন যেকোনো মানুষ। সম্প্রকিত বাজারে যেখানে একবারে সেঞ্চুরি হাকিয়েও নিজের দৌড় থামাচ্ছে না পেট্রোলের দাম। আর ভোজ্য তেলের দামও আগুন ছোঁয়া সেখানে বিনামূল্যে বিতারিত হচ্ছে পেট্রোল ও সরষের তেল। জন সচেতনতা প্রচারে এমনই এক উদ্যোগ নিয়ে হাজির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারি থানার পাল্লা রোড এলাকার পল্লিমঙ্গল সমিতি। বাইক চালানোর সময়ে

মাস্ক এবং হেলমেট পরে বাইক চালালেই আরোহী কে দেওয়া হচ্ছে কোনো টাকা পয়সা ছাড়াই পেট্রল। আবার কোনো ব্যাক্তি যদি নিজের হাতে তার সাম্প্রতিক সময়ে গাছ লাগানোর ছবি দেখাতে পারেন তাহলে মিলছে বিনামূল্যে সর্ষের তেল। যখন লিটার প্রতি পেট্রলের দাম ১০০ টাকা পার করেছে এবং সর্ষের তেলের দাম ২০০ টাকার দোরগোড়ায়, তখন জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এই দুই মহার্ঘ জিনিসই বিনামূল্যে বিতরণ করার উদ্যোগ নিয়ে নজির স্থাপন করলো এই সমিতি।

সোমবার বিকেলে বর্ধমান শহরের সাধনপুর এলাকায় পল্লিমঙ্গল সমিতির এই অভিনব প্রচার অভিযানের মূল উদ্যোক্তা এবং পল্লিমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ-এর বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে রাজ্য সরকারের তরফে লাগাতার প্রচার চালানো হচ্ছে।

একই সঙ্গে করোনা কে ঠেকাতে আর সংক্রমন থেকে বাঁচতে মাস্ক পরা যে ভীষণ জরুরি, সে বিষয়েও প্রচার চালানো হচ্ছে। কিন্তু তারপরেও অনেক মানুষই পথের সুরক্ষা বিধি ভুলে যেমন হেলমেট ছাড়াও বাইক নিয়ে বেরোচ্ছেন তেমন ভাবেই নিজেদের ও পরিবারের স্বাস্থ্যের কথা না ভেবে করোনা অতিমারীর মধ্যে মাস্ক ছাড়াও রাস্তায় বেরোচ্ছেন বহু মানুষ।

তাঁদের হেলমেট ও মাস্ক পরার অভ্যাস যাতে তৈরী হয় ও সচেতনতা বৃদ্ধি পায় তাই বিনামূল্যে মহার্ঘ দু’রকম তেল দেওয়া হল’। কেবল মাত্র একদিনই নয়, আগামী বেশ কয়েকদিন বিভিন্ন জায়গায় নিজেদের এই জন সচেতনতা বৃদ্ধির কর্মসূচি চালাবেন বলেও জানিয়েছেন পল্লীসমিতি কর্তৃপক্ষ।

Related posts

OMG! হাফ ডজন আরোহী নিয়ে বাইক চালাচ্ছে চালক, পুলিশের চোখে পড়তেই যা হলো

News Desk

ভ্যালেন্টাইন্স ডে’ তে সিঙ্গল’দের জন্য বিশেষ উদ্যোগ! ভিডিও কলে রোম্যান্স করতে রাজি এই পর্নস্টার!

News Desk

৩১ জুলাইয়ের মধ্যে ফল ঘোষণা দ্বাদশের , কিসের ভিত্তিতে হবে মূল্যায়ন? জানালো সিবিএসই

News Desk