Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

২৪ ঘণ্টা যেতে না যেতেই ধাক্কা , দেশে করোনার কারণে ১ দিনে মৃত্যু বাড়ল ১০ গুন

গতকাল সস্তি জাগিয়ে মৃত্যু সংখ্যা নেমেছিল পাঁচশর নিচে। কিন্তু ভারতে করোনায় একদিনে ভয়ঙ্করভাবে বাড়ল মৃত্যুর সংখ্যা। পরিসংখ্য়ান বলছে, গত ২৪-ঘণ্টায় মৃত্যু বেড়েছে এক ধাক্কায় ১০ গুণের বেশি। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় অনেকটা বেড়েছে সংক্রমণও। এই তথ্য চিন্তায় রাখছে স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ সকলকেই। তৃতীয় ঢেউ যেখানে কড়া নাড়ছে সেখানে একদিনে অস্বাভাবিক হারে মৃত্যু হারে উদ্বেগ বাড়লো।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জনের। যেখানে তার আগের দিন, অর্থাৎ মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র ৩৭৪। অর্থাৎ, গত ২৪-ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহার বেড়েছে ১০ গুণের বেশি। সোমবারের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪৯৯। রবিবারের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫১৮। শনিবারের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৬০। অর্থাৎ মৃত্যু হার যে হঠাৎ বেড়েছে তাই নিয়ে কোনো প্রশ্ন নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের প্রকাশিত পরিসংখ্যানের পর, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০ জনের।

Covid update India on July 21

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। যেখানে তার আগের দিন, অর্থাৎ মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩০ হাজার ৯৩। একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ১২ হাজার ছুঁই ছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ১ দিনে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন। আগের দিন অর্থাৎ মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪৫ হাজার ২৫৪। এই নিয়ে ভারতে মোট করোনা জয়ী হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ জন।

গত ২৪ ঘন্টায় বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৭ হাজার ১৭০।

Related posts

স্নানঘরে বসে স্কুলছাত্রীকে হোমওয়ার্ক করে ছবি পাঠাতে বললেন শিক্ষক! না বলায় টিসি

News Desk

বিরল অসুখে শিশুর পেটে রাক্ষসের খিদে, খিদের তাড়নায় নিজেরই শরীরে কামড় বসাচ্ছে

News Desk

দেশে মারাত্মক কোভিড-১৯ পরিস্থিতি, এখনও অবধি ৪০ হাজার শিশুর দেহে করোনা

News Desk