Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ক্যাডবেরির চকোলেট তৈরীতে ব্যাবহার হয় ‘গো-মাংস’? নেট নাগরিকদের উত্তর দিল সংস্থা

আট থেকে আশি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক (Cadbury Dairy Milk) সকলের পছন্দ। ক্যাডবেরি ডেয়ারি মিল্কে গোমাংস রয়েছে কি? ক্যাডবেরিকয়েক প্রকারের চকোলেটে গো-মাংস থেকে তৈরি জিলাটিন ব্যবহার করছে, এই নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। তুমুল বিতর্কের ঝড় উঠেছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রটে যায়, জিলাটিন ব্যবহার করা হয়েছে ক্যাডবেরি সংস্থার কিছু পণ্যে। দাবি করা হয়, উল্লেখ করা হয়েছে নাকি সংস্থার নিজস্ব ওয়েবসাইটেই। টুইটারে একটি স্ক্রিনশট ঘুরতে থাকে। জিলেটিন তৈরি হয় গোমাংস থেকে। আর সেখান থেকেই শুরু করে প্রশ্ন উঠতে, গোমাংস দিয়ে তৈরি ক্যাডবেরি কীভাবে ভারতীয় হিন্দুরা খাবেন? হিন্দু ক্রেতারা সংস্থার উপর ক্ষোভ উগরে দেন। চলতে থাকে ট্রেন্ডও #বয়কট ক্যাডবেরি (#boycottcadbury)। সেই স্ক্রিনশট শেয়ার করে এক নেটিজেন বলেন, ‘ কোনও লাভ হবে না শুধুমাত্র #বয়কট ক্যাডবেরি (#boycottcadbury) করে। ধর্মীয় বিশ্বাস নিয়ে ছেলেখেলা এবং প্রাণীদের থেকে নেওয়া কোনও উপাদান নেওয়া সত্ত্বেও প্যাকেটে গ্রিন ডট দেখানোয় জরিমানা করা উচিত আইন মোতাবেক।’

যদিও ব্রিটিশ সংস্থা সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত যে কোনও তথ্য শেয়ার করার আগে যাচাই করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হল গ্রাহকদের। রবিবার ক্যাডবেরির তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘যে স্ক্রিনশট টুইটে (জিলাটিন ব্যবহার নিয়ে একটি স্ক্রিনশট) শেয়ার করা হয়েছে, তা ভারতে উৎপাদিত মন্ডেলেজ/ক্যাডবেরির সামগ্রীর সঙ্গে সম্পর্কিত নয়। ভারতে যে সব দ্রব্য তৈরি করা হয় এবং বিক্রি করা হয়, তা ১০০ শতাংশ নিরামিষ। প্যাকেটে যে সবুজ ডট থাকে, তাতেই সে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।’ ব্রিটিশ সংস্থার তরফে ক্ষোভের সুরে সাফ জানানো হয়েছে, এরকম বিভ্রান্তিকর পোস্টের ফলে ক্যাডবেরির ভাবমূর্তি ধাক্কা খেতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনারা পরিষ্কারভাবেই বুঝতেই পারছেন যে এরকম নেতিবাচক পোস্টের ফলে আমাদের বিশ্বস্ত এবং প্রিয় ব্র্যান্ডের প্রতি ধাক্কা খেতে পারে গ্রাহকদের আস্থা। গ্রাহকদের কাছে আমাদের আর্জি জানাচ্ছি, আমাদের দ্রব্য সংক্রান্ত তথ্য যাচাই করে নিন যে কোনও তথ্য শেয়ারের আগে।’

Related posts

ভারতের বিপক্ষে কেন হারতে হলো পাকিস্তানকে? ম্যাচের পর বিস্ফোরক বাবর আজম

News Desk

ঘুর্নিঝড় ইয়াসের ল্যান্ডফল, লণ্ডভণ্ড দিঘা, তাজপুর, উদয়পুর

News Desk

বাড়ির চাপে বিয়ে তাও ভোলেননি প্রেমিককে! কোলের সন্তানকে রেখে চরম সিদ্ধান্ত গৃহবধূর

News Desk