Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রান্নার গ্যাস (LPG Gas Cylinder) বুক করা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল IOCL! এলো নিয়মে পরিবর্তন

গ্যাস সিলিন্ডার রান্নায় এক অপরিহার্য জিনিস। কিন্তু গ্যাস সিলিন্ডার নিতে লাগে অ্যাড্রেস প্রুফ বা নিজের বাসস্থানের পরিচয় পত্র। কিন্তু আজকালকার যুগে মানুষের এক দেশে পরিচয় পাত্র তো অন্যদেশে বাস! চাকরি , জীবিকা বা ব্যাবসা ঘিরে অন্য শহরে বাস করে বহু মানুষ। কিন্তু সেই জায়গায় নিজের অ্যাড্রেস প্রুফের অভাবে গ্যাস সিলিন্ডার বা LPG এর কানেকশন নিতে সমস্যায় পড়েন সেই সব মানুষ। কিন্তু এবারে এই সমস্যা সমাধানে নতুন নিয়ম আনল IOCL!

এখন গ্যাস সিলিন্ডার নিতে পারবেন (LPG Gas Cylinder) অ্যাড্রেস প্রুফ ছাড়াও৷ কয়েক দিন আগে পর্যন্ত নিয়ম ছিল যে গ্যাস সিলিন্ডার নেওয়া যাবে না ঠিকানার প্রমান পত্র ছাড়া৷ কিন্তু দেশের সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) তরফে এবার থেকে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য ঠিকানার প্রমান পত্র দেওয়া আর বাধ্যতামূলক রইল না বলে জানানো হয়েছে ৷ অর্থাৎ আপনিও গ্যাস নিতে পারবেন অ্যাড্রেস প্রুফ ছাড়াও৷

no address proof required for new LPG connection

গ্রাহকরা ৫ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডার নিতে পারবেন এবার শহর বা তাদের এলাকার ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটার বা পয়েন্ট অফ সেলে গিয়ে৷ কোনও ডকুমেন্ট এর জন্য আপনাকে জমা দিতে হবে না৷ সিলিন্ডারের দাম কেবল দিতে হবে ৷ ইন্ডেনের সেলিং পয়েন্ট থেকে ভর্তি করা যাবে ইন্ডেনের ৫ কিলোর সিলিন্ডার৷ BIS প্রমানিত হয়ে থাকে এই সিলিন্ডার৷

ইন্ডেন সেলিং পয়েন্টে সিলিন্ডার ফেরত দিতে পারবেন, আপনি কোনও কারণে শহর ছেড়ে গেলে৷ সিলিন্ডারের দামের ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে ৫ বছরের মধ্যে ফেরত দিলে৷ ৫ বছর পর ফেরত দিলে ১০০ টাকা পেয়ে যাবেন৷

এজেন্সি থেকে কেনার পাশাপাশি বুকিং করতে পারবেন রিফিলের জন্য৷ বেশ সহজ বুকিং করার পদ্ধতি৷ ছোট সিলিন্ডার বুকিং করতে পারবেন 8454955555 নম্বরে মিসড কল দিয়ে৷ গ্যাস বুকিং করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও৷ 7588888824 নম্বরে মেসেজ করে গ্যাস বুকিং করা যাবে রিফিল টাইপ করে৷ গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন 7718955555 নম্বরে ফোন করেও ৷

Related posts

সবে মিটেছিল গায়ে হলুদের পর্ব, আচমকাই কনের খোঁজে বিয়েবাড়িতে পুলিশ! কী কারণ?

News Desk

স্বামী মারা যাবার পর ঘর থেকে বেরোচ্ছিল না স্ত্রী ও মেয়ে! ৩ দিন পর সকলে দেখল ভয়াবহ দৃশ্য

News Desk

বড় ঘোষণা Paytm এর, গ্রাহকরা কোনো সুদ ছাড়াই পাবেন ৬০,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট! জেনে নিন কিভাবে

News Desk