Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোন ব্যাঙ্কে স্থায়ী আমানতে বা Fixed Deposit -এ মিলবে বেশি সুদ? জানুন…

উপার্জনের টাকা যদি কোনো ব্যাক্তি কোনো ঝুঁকি ছাড়া সুনিশ্চিত ভাবে সঞ্চয় করতে চান তা হলে সবচেয়ে নিরাপদ ঠিকানা ব্যাঙ্কের স্থায়ী আমানত (Fixed Deposit)। ব্যাঙ্কের স্থায়ী অমানতে প্রত্যেকদিন প্রায় সুদের হার কমছে। শুধুমাত্র সঞ্চয় প্রকল্পে আটকে নেই, নরেন্দ্র মোদী ( Narendra Modi) সরকারের আমলে স্থায়ী আমানত প্রকল্পেও সুদের হার কমেছে। কিন্তু কেন্দ্র স্থায়ী আমানত বা Fixed Deposit, সাধারণ মধ্যবিত্তের মনে এখনও ভরসা যোগায়। কেনোনা এতে মিউচ্যুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের মত কোনো ঝুঁকি নেই। তাই কোন ব্যাঙ্ক স্থায়ী আমানত বা Fixed Deposit বা FD এর ক্ষেত্রে কত শতাংশ সুদ দিচ্ছে ? কোন ব্যাঙ্কেই বা আপনার ভবিষ্যৎ স্থায়ী আমানতে সুরক্ষিত থাকবে? একনজরে দেখে নিন…

SBI বা STATE BANK OF INDIA দেশের বৃহত্তম অর্থ লেনদেনকারী সংস্থা- তে 7-10 বছর Fixed Deposit এর নির্দিষ্ট সময়সীমা৷ 2.9% থেকে 5.4% SBI এর প্রদত্ত সুদের হার। উল্লেখ্য,কেবলমাত্র সাধারণ কাস্টোমারদের (GENERAL CUSTOMERS) জন্য এই সুদের হার । 50 অতিরিক্ত বেসিস পয়েন্টস বা ( BPS) পাওয়া যায় বরিষ্ঠ নাগরিক বা Senior Citizen হলে। অবশ্য খুব পুরনো নয় সুদের এই হার। এই সুদের হার চলছে 2021 সালের জানুয়ারি মাসের 8 তারিখ থেকে।

Punjab National Bank -এর FD এর উপর সুদের হার…

7-10 বছর এর জন্য এই ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার 3% শতাংশ থেকে 5.3%। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 3.75% থেকে 5.8%।

HDFC Bank এর FD এর উপর সুদের হার…

HDFC ব্যাঙ্কে FD তে 7-10 বছর এর জন্য নির্ধারিত সময়সীমা। 2.5% থেকে 5.50% সুদের হার। নয়া এই সুদের হার 31শে মে 2021 সাল থেকে কার্যকরী হয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য 3% থেকে 6.25% এই সুদের হার ।

ICICI ব্যাঙ্কের FD এর উপর সুদের হার…

ICICI ব্যাঙ্কের ক্ষেত্রেও 7-10 বছর স্থায়ী আমানত বা FD এর ম্যাচিওর করার সময়সীমা৷ 2.5% থেকে 5.50% সুদের হার । 21শে অক্টোবর থেকে নয়া এই সুদের হার কার্যকরী হয়েছে। 50টি অতিরিক্ত বেসিস পয়েন্ট বা BPS এর সুবিধা সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে।

Axis ব্যাঙ্কের FD এর উপর সুদের হার…

বেসরকারি ব্যাঙ্ক Axis এর ক্ষেত্রে সুদের হার 2.5% থেকে 7.5% 7-10 বছরের জন্য FD এর উপর । এই সুদের হার 26শে জুন 2021 থেকে কার্যকরী হয়েছে।
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ( Reserve Bank of India) বা রবি টার্ম ম্যাচিওর করার পরেও কাস্টোমাররা সুদ পেতে পারেন। জানিয়েছে বর্তমানে।

Related posts

এখানে বেড়াতে আসা মহিলারা নিজেদের ব্রা খুলে ঝুলিয়ে রাখেন! কেন জানলে অবাক হবেন

News Desk

কোথাও অনুরোধ, কোথাও কড়া ভাষায়, কঠোর পুলিশি নজরদারিতে পশ্চিমবঙ্গ জুড়ে লকডাউনের প্রথম দিন

News Desk

১০ই জুন ২০২১, এর প্রথম সূর্যগ্রহণ, বলয় দেখা যাবে কি আসন্ন সূর্যগ্রহণে?

News Desk