Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

২০০ বছরের পুরোনো কন্ডোম মিলল স্পেনের গ্রামে, দামের নিরিখে বিশ্বে সর্বোচ্চ! জানেন দাম কত?

সুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপনের এবং জনসংখ্য নিয়ন্ত্রণের বর্তমান সময়ের অপরিহার্য উপকরণ হচ্ছে কন্ডোম। সব ওষুধের দোকানেই মোটামুটি সহজলভ্য কন্ডোম। কিন্তু কন্ডোমের দাম সর্বাধিক কত হতে পারে? কি ধারণা আপনার? যদি ভীষণ দামিও হয় তাহলেও কত? আপনার সব ধারণা কে নস্যাৎ করে দিতে পারে সম্প্রতি স্পেনের এক গ্রামে খোঁজ মেলা একটি কন্ডোমের যার দাম আপনার মাথা ঘুরিয়ে দেবে। দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪২,৫০০ হাজার টাকা।

কেন এত দাম! জেনে নিন।কন্ডোম ব্যবহারের বর্তমান জীবনে অপরিহার্য কারন এতে এইডস, এইচআইভি, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি যৌন রোগের ঝুঁকি কমে। কন্ডোম সাধারণত ল্যাটেক্স বা পলিউরিথেন দিয়ে তৈরি করা হয়। আজকাল নানা ধরনের কন্ডোম পাওয়া যায় যার মধ্যে যুক্ত থাকে বিভিন্ন সিনথেটিক সুগন্ধ যেমন মিন্ট , আঙুর ,  চকোলেট , স্ট্রবেরি ইত্যাদি। কিন্তু সম্প্রতি স্পেনের এক গ্রামে খোঁজ মিলেছে এমন এক কন্ডোমের যা ল্যাটেক্স বা পলিউরিথেন দিয়ে প্রস্তুত নয়।

এই কন্ডোমটি প্রস্তুত ভেড়ার অন্ত্রের কোষ দিয়ে। এখনও পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে দামী কন্ডোম। অবাক হচ্ছেন? সম্প্রতি একটি ইংরেজ সংবাদ মাধ্যমে এই খবর সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন লেখা হয়েছে, স্পেনের একটি গ্রামে মিলেছে একটি বাক্স। সেই বাক্সের মধ্যে পাওয়া গেছে ১৯ সেন্টিমিটার লম্বা একটি কন্ডোম।

পরীক্ষা করে দেখা গিয়েছে যে এই কন্ডোমটি ভেড়ার অন্ত্রের কোষ দিয়ে তৈরি। আর ওই কন্ডোমটির বয়স ২০০ বছরেরও বেশী। সেই যুগে ল্যাটেক্স বা প্লাস্টিকের ব্যাবহার না থাকায় ভেড়ার অন্ত্রের কোষ ব্যাবহৃত হত। জানা গিয়েছে দুই শতক আগে ইউরোপের ধনী ব্যক্তিরা যৌন মিলনের সময় এই ধরনে কন্ডোম ব্যবহার করতেন।

এই কন্ডোমটির নিলাম হয়। নিলামে এই ২০০ বছরের পুরনো ঐতিহাসিক কন্ডোমটি একজন অ্যামস্টারডামের বাসিন্দা কেনেন ৪৬০ পাউন্ড দিয়ে। সেই ব্যক্তির নাম এন্সডর্ম।

Related posts

ফুলশয্যার রাতের অভিজ্ঞতা তিক্ত করতে পারে পুরুষদের এই ৫টি ভুল! জানেন কি কি?

News Desk

বন্ধুর মৃতদেহের পাশে কোবরা সাপ ছেড়ে দিল আরেক বন্ধু! কারনটা কি জানলে চমকে উঠবেন

News Desk

শ্বশুরবাড়িতে এসে আনন্দে বউয়ের নাচ, বিয়ের ৬ দিন যেতে না যেতেই বড় কাণ্ড; পুলিশের কাছে স্বামী

News Desk