Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
Uncategorized

গত ২৪-ঘণ্টায় দেশে হ্রাস পেল দৈনিক করোনা সংক্রমণ, কমলো মৃত্যুও

দ্বিতীয় ঢেউ ভারতে এখন স্তিমিত কিন্তু দরজায় করা নাড়ছে করোনা তৃতীয় ঢেউ , এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তৃতীয় ঢেউ যখন আসন্ন , তার আগে দৈনিক সংক্রমনের গ্রাফ একবার উঠছে তো একবার নামছে ভারতে। যদিও এর নেপথ্যে রয়েছে কেরল সহ কিছু রাজ্যের ফের মাথাচাড়া দেওয়া সংক্রমন! তাহলে কি এসে পড়ছে তৃতীয় ঢেউ। চিন্তায় সাধারণ মানুষ। তবে আপাতত আজকের গ্রাফ কিছুটা স্বস্তি দেবে। আজ শুক্রবার ফের কিছুটা হ্রাস পেল ভারতের দৈনিক করোনা সংক্রমণ , কমলো মৃ্ত্যু।

India Corona Updates July 16th

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Daily Covid Cases) নতুন করে আক্রান্ত ৩৮ হাজার ৯৪৯ জন। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী করোনার করাল গ্রাসে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৫৪২ জনের। আগের দিন মারা গিয়েছিলেন ৫৮১ জন। এই যাবৎ দেশে করোনার হানায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জন।

এরই মধ্যে ভারতে করোনাকে জয় করে সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮৭৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ২৬ জন করোনা আক্রান্ত। এর আগের দিন অর্থাৎ বৃহষ্পতিবার করোনা মুক্ত হয়েছিলেন ৩৯ হাজার ১৩০ জন।

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৪২২। ভারতে গত ২৪ ঘন্টায় করোনা টিকা পেয়েছেন ৩৮ লক্ষ ৭৮ হাজার ৭৮ জন। এখনও অবধি মোট ভ্যাকসিন পেয়েছেন ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ভারতে করোনা থেকে সুস্থতা লাভের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২৮ শতাংশে। দৈনিক করোনা পজিটিভিটির হার রয়েছে ৩ শতাংশের নিচে প্রায় গত এক মাস। এই মুহূর্তে পজিটিভিটির হার ১.৯৯ শতাংশ। দেশে তুলনামূলকভাবে বেড়েছে করোনা নমুনা পরীক্ষার সংখ্যাও।

Related posts

সৎকারের ঠিক আগেই কেপে উঠল মৃত বৃদ্ধার হাত! অলৌকিক এই ঘটনায় চাঞ্চল্য তারাপীঠে

News Desk

পর পর ৬ দিন ভারতে দৈনিক করোনা আক্রান্ত ৫০ হাজারের থেকে, কি বলছে গত ২৪ ঘণ্টার ডেটা

News Desk

সেক্স লাইফ ভালো রাখতে সবচেয়ে বেশি কি দরকার! যৌন বিশেষজ্ঞদের থেকে জানুন

News Desk