Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ব্যাবসার জন্যে লোন পেতে হয়রানি? মোদী সরকারের মুদ্রা যোজনায় সহজেই মিলবে লোন! জানুন কিভাবে

আজকাল চাকরী পাওয়া খুব একটা সহজ কাজ নয়। তাই অনেকেই চায় নিজের ব্যবসা শুরু করে নিজের পায়ে দাড়াতে। কিন্তু ব্যাবসা শুরুর ক্ষেত্রে মুলত বাঁধ সাধে টাকা পয়সার অভাব। কেনোনা ব্যাবসা শুরুর জন্যে দরকার ক্যাপিটালের। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক থেকে সেই লোন বা ঋণ পাওয়া এত সহজ কাজ হয়না।

কিন্তু কেন্দ্রীয় সরকার এই রকম নতুন ব্যাবসায়ী দের পাশে দাড়াতে নিয়ে এসেছে এক দুর্দান্ত প্রকল্প। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা (Pm mudra loan yojana)। এই প্রকল্পের অধীনে এবার সহজেই মিলবে ব্যবসার জন্য লোন। প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার আওতায় ব্যাবসা শুরু করার জন্য কেউ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পেতে পারেন। মুলত তিনটি ভাবে এই লোন প্রকল্পের সুবিধাটি কে ভাগ করা হয়েছে। শিশু, কিশোর এবং তরুণ । তবে এই ক্ষেত্রে শিশু, কিশোর বা তরুণ বলতে আবেদনকারীর বয়স নয় ব্যাবসার বয়স কে বোঝানো হয়েছে

get loan for business under pm Pm mudra loan yojana

শিশু ঋণ

যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাহলে এর মুদ্রা যোজনার আওতায় সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ক্ষেত্রে সুদের হার হবে বছরে ১০% থেকে ১২% হবে। এই লোন শোধ করার সর্বোচ্চ মেয়াদ ৫ বছর।

কিশোর ঋণ

যদি আপনি ইতিমধ্যেই ব্যবসা করছেন, কিন্তু ব্যাবসা এখনও প্রতিষ্ঠিত নয়, তবে এই যোজনার অধীনে ৫০,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাবেন। সুদের হার কি হবে তা ঋণ প্রদান করছে যে প্রতিষ্ঠান তার উপর নির্ভর করছে। আবেদনকারীর পূর্বের ক্রেডিট রেকর্ড এবং যে ব্যাবসা করছেন পরিকল্পনা সামগ্রিক ভাবে বিচার করে এই ঋণ দেওয়া হবে। ঋণ পরিশোধের সময়কাল ধার্য করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

তরুণ ঋণ

এই ঋণ সেই ব্যাবসায়ীদের জন্য যাঁদের ব্যবসা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং ব্যাবসা আরও বাড়াতে চাইছেন। এক্ষেত্রে এই যোজনার অধীনে ব্যাঙ্ক ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা দিতে পারে। সুদের হার এবং ঋণ পরিশোধের মেয়াদ ব্যাঙ্ক কর্তৃক ধার্য হবে।

এই মুদ্রা যোজনার অধীনে কি ঋণ গ্রহণে কি বিশেষত্ব আছে?

মোদী সরকারের এই Pm mudra loan yojana এর অধীনে লোন নিলে লোনের গ্যারান্টি বা সুরক্ষা আবশ্যিক নয়। এবং লাগবে না কোনো প্রসেসিং ফি। ঋণ পেতে পারেন ১০ লাখ অবধি। দেশের সমস্ত সরকারি ব্যাঙ্ক থেকে এই যোজনায় লোন পাওয়া যেতে পারে। এছাড়া আক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক সহ একাধিক বেসরকারি ব্যাঙ্ক থেকেও এই লোন নেওয়া যেতে পারে।

Related posts

কাঁঠালের নাকি অনেক উপকারী দিক আছে, কাঁঠালের যে এত উপকার আছে জানতেন?

News Desk

আজ কিশোর কুমারের জন্মদিন! সফল গায়ক ও অভিনেতা কিন্তু ৪ বার বিয়ের পরেও সুখী হননি

News Desk

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখে প্রৌঢ়, প্রাণ বাঁচাল রেলের ‘মহিলা RPF টিম’

News Desk