প্রত্তকেই চায় নিজের আর্থিক ভবিষ্যৎ আগের থেকে সুরক্ষিত করতে। যাতে পরে গিয়ে কোনো সমস্যার সন্মুখীন না হতে হয়। আর তাই আগে থেকেই সঞ্চয় শুরু করতে হয় তার জন্য, অবসরের পরে যাতে আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা না করতে হয়৷ নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য সঠিক সময় সঠিক জায়গায় ইনভেস্ট করা অত্যন্ত জরুরি৷ ভবিষ্যতের কথা ভেবে সুরক্ষিত জায়গায় আপনিও যদি ইনভেস্ট করতে চান তাহলে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana- APY) সবচেয়ে ভাল অপশন ৷ ২০১৫ সালে এই যোজনা চালু অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য করা হয়৷ ১৮ থেকে ৪০ বছরের যে কোনও ব্যক্তি এই স্কিমে ইনভেস্ট করে পেনশনের সুবিধা নিতে পারবেন ৷ এই স্কিমে ৬০ বছরের পর থেকে আপনি পেনশন পেতে শুরু করবেন ৷
এই অটল পেনশন যোজনা কী? আপনার বয়সের উপরে এই স্কিমে কত টাকা ইনভেস্ট করতে হবে তা নির্ভর করবে৷ এই স্কিমে পেনশন পেতে পারেন ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ এবং অধিকতম ৫০০০ টাকা প্রতি মাসে৷ সেভিংস অ্যাকাউন্ট, আধার নম্বর ও একটি মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক এই স্কিমে রেজিস্ট্রেশন করানোর জন্য ৷
এই যোজনার সঙ্গে যত কম বয়সে যুক্ত হবেন তত বেশি লাভবান হবেন ৷ এই যোজনায় যদি কোনও ব্যক্তি ১৮ বছর বয়সে ইনভেস্ট করা শুরু করেন এবং ৬০ বছর বয়সের পর পেনশন pete চান প্রতিমাসে ৫০০০ টাকা, তাহলে মাসে ২১০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ অর্থাৎ প্রতিদিন ৭টাকা করে জমা করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা এই যোজনায় ৷কেবল ৪২ টাকা জমা করতে হবে মাসে, ১০০০ টাকা প্রতিমাসে পেনশনের জন্য৷ এবং এই যোজনার বিভিন্ন স্ট্রং ২০০০ টাকার জন্য ৮৪ টাকা, ৩০০০ টাকার জন্য ১২৬ টাকা এবং ৪০০০ টাকার জন্য ১৬৮ টাকা ৷
এই যোজনায় ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ৮০সি অনুযায়ী, ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন ৷ এই যোজনায় সাবস্ক্রাইবারের মৃত্যু হলে ডিফল্ট নমিনি তাঁর স্ত্রী হয়ে যাবেন ৷ এবং তিনি সমস্ত সুবিধা পাবেন যোজনার৷