চলতি বছরের মার্চ-এপ্রিল-মে মাসে দেশজুড়ে চলতে থাকা করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ের (Second wave) ধাক্কা এখন অনেকটাই স্তিমিত। তৃতীয় ঢেউ কবে আছড়ে পড়বে সেই বিষয়ে অনেক বিশেষজ্ঞ অনেক মত দিয়েছে। কিন্তু এবারে একটু বেশী আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। চেন্নাইয়ের ‘ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্স’-এর গণিতজ্ঞরা এক বিশ্লেষণ করে যা দেখেছেন তাতে তারা সতর্ক করছেন সকলকে। তাদের গবেষনা বলছে দরজায় কড়া নাড়ছে কোভিডের তৃতীয় ঢেউ। এমনটা ভাবার কারণ হল কোভিডের R-value। এই R-value আবারও বাড়তে শুরু করেছে। যা দেখে চেন্নাইয়ের ‘ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্স’-এর গণিতজ্ঞরা সতর্ক করছেন সকলকে। কেননা এই R-value এর একক হল করোনা সংক্রমণ কতটা দ্রুত ছড়িয়ে পড়েছে তার মান নির্দেশক। আর এই R-value এর বর্তমান মান থেকে এটা পরিষ্কার, যে ফের ভারতের করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। যদিও এখনও পর্যন্ত সংক্রমনের বৃদ্ধি খুব একটা বেশি নয়। তবু কেন ক্রমাগত বাড়ছে এই মান, তা নিয়েই চিন্তার গবেষকরা।
কী এই R Value?
একজন করোনা আক্রান্ত ব্যক্তি থেকে ঠিক কতজনের দেহে করোনা সংক্রমন হচ্ছে, বিশেষত সেই হিসেবই দেয় কোভিডের R-value। তাই করোনার R-value বাড়তে থাকা ফের বেশী সংক্রমন নির্দেশ করে। যেমন চলতি বছরের ৩০ জুন করোনার R-value ছিল ০.৭৮, অর্থাৎ ক্রমশ স্তিমিত হচ্ছিল , আর সেই ভ্যালুই জুলাইয়ের প্রথম সপ্তাহের পরে দাড়িয়েছে ০.৮৮। এখনো করোনার R-value ১-এর নিচে থাকলেও এই বর্ধিত মান ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। এই অর্থ হল, করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমলেও তা আগের তুলনায় বেশি নয়। প্রসঙ্গত, চলতি বছরের ৮ জুন থেকে শুরু করার পুরো জুন মাস করোনার R-value দাড়িয়ে ছিল ০.৭৮-এ। এর কারণে স্বাভাবিক ভাবেই কমছিল করোনা সংক্রমণের হার।
প্রসঙ্গত দ্বিতীয় ঢেউ আসার আগে ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে যখন করোনা সংক্রমণ বেশ নিয়ন্ত্রণে ছিল, তখনও অল্প অল্প করেই বেড়েছিল R-value। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে R-value দ্রুত বেড়ে যায়। তারপরেই মার্চ থেকে তীব্রভাবে বাড়ে করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ভারতে। এবার এবারে আরো একবার করোনা R-value – এর মান বাড়তে থাকায় সতর্কতা জারি করছেন গবেষকরা।
কিন্তু কেন বাড়ছে R- Value? গবেষক সীতাভ্র সিনহা এই বিষয়ে জানিয়েছেন, কেরল ও মহারাষ্ট্রে এখনও সক্রিয় করোনা রোগীর সংখ্যা চিন্তার কারণ হয়ে রয়েছে। এছাড়াও তামিলনাড়ু, উত্তরাখণ্ডেও ইত্যাদি জায়গাতেও বেড়েছে সংক্রমন। তাই সব মিলিয়ে করোনার ছবিটা বেশ অস্বস্তিকর। চিন্তায় ভারতীয় গবেষকেরাও। তারা পূর্বেই সতর্ক করেছিলেন , যে সঠিক ভাবে সামাজিক বিধি নিষেধ এবং কোভিড বিধি না মেনে চললে চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসেই ভারতে আছড়ে পড়বে করোনা তৃতীয় ঢেউ। কিন্তু ফের সংক্রমনের মান বাড়তে থাকায় , কেউ কেউ আশঙ্কা করছেন তৃতীয় ঢেউ হয়তো আরও সামনে।