চলতি বছরের ১লা জুলাই থেকেই এলআইসি (LIC) নিয়ে এলো এক আকর্ষণীয় সরল পেনশন প্রকল্প। এই নতুন ‘সরল পেনশন প্রকল্প’ (LIC’s Saral Pension Scheme) টি একটি একক প্রিমিয়াম স্কিম এবং তাৎক্ষণিক বার্ষিক স্কিম। এমনকি যদি কারো বয়স ৮০ বছরও হয় সেই বয়সী ব্যাক্তির পর্যন্ত LIC – এর এই পলিসির লাভ নিতে পারবেন।
এই সরল পেনশন প্রকল্প – এ দ্বিতীয় ব্যক্তি হিসাবে স্বামী অথবা স্ত্রীর নামও দেওয়া যেতে পারে। এই পেনশন প্রকল্প গ্রহণের ছয় মাস পর, ঋণের সুবিধাও পাবে গ্রাহক।
অনলাইন এবং অফলাইন এই দুই উপায়েই এই সরল পেনশন প্রকল্পের জন্য আবেদন করা যাবে।
LIC -এর এই প্ল্যানের (Pension Plan) বিশেষত্ব কী?
এই পেনশন পরিকল্পনার আওতায় আপনি যদি প্রতিমাসের পেনশনের সুবিধা নিতে চান তাহলে প্রতি মাসে অন্তত আপনাকে ১০০০ টাকা জমা করতে হবে।
একইভাবে, ত্রৈমাসিক পেনশনের সুবিধা নিতে চাইলে এক মাসে কমপক্ষে ৩০০০ টাকা করে ইনভেস্ট করতে হবে।
এলআইসির এই স্কিম (LIC Scheme) আপনাকে দেয় দুটি অপশন। যার মধ্যে যেকোনো একটি বেছে নেওয়া যাবে।
প্রথম অপশনটিতে, সারা জীবন জন্য পেনশন পাওয়ার জন্যে মিলবে। মৃত্যুর ক্ষেত্রে, বীমাকারী ব্যাক্তি যাকে নমিনি (Nominee) করেছেন তাকে ১০০% দেওয়া হবে।
দ্বিতীয় অপশনে, বীমাকারী আজীবনের জন্য পেনশন পাবেন। বীমাকারীর মৃত্যুর পরে স্বামী অথবা স্ত্রী আজীবন পেনশন পাবেন। অবশেষে বিমাকারীর স্বামী বা স্ত্রী বেঁচে থাকা ব্যক্তির মৃত্যুর পরবর্তী কলে ১০০% নমিনি কে দেওয়া হবে।
কীভাবে এই LIC -এর পলিসি কিনবেন?
এলআইসির নতুন সরল পেনশন স্কিমটি www.licindia.in এই ওয়েবসাইটটি থেকে অনলাইনে কিনতে পারবেন। এছাড়া অফলাইনেও এই পলিসি কেনা যাবে। যেকোনো LIC এজেন্ট কিংবা LIC অফিসের সাথে যোগাযোগ করেই।
সব থেকে বড় বিষয় হলো LIC – এর এই ‘সরল পেনশন প্রকল্প’ এর ক্রয় মূল্যের উপরের কোনও উর্ধ্বসীমা নেই। ৪০ বছর বয়স থেকে শুরু করে ৮০ বছর বয়স পর্যন্ত যে কেউ এই পলিসি কিনতে পারবেন।