Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
Uncategorized

পর পর ৬ দিন ভারতে দৈনিক করোনা আক্রান্ত ৫০ হাজারের থেকে, কি বলছে গত ২৪ ঘণ্টার ডেটা

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ভারতে দ্বিতীয়বার আঘাত হেনেছিল নভেল করোনা ভাইরাস। এপ্রিল , মে মাসে শীর্ষে উঠে সংক্রমনের হার। তারপর থেকেই আশা জাগিয়েছে সুস্থতার হার। কমেছে সংক্রমনের সংখ্যায়। তাই করোনাভাইরাসের দাপট ভারতে অব্যাহত থাকলেও আস্তে আস্তে কমছে করোনা আক্রান্তর সংখ্যা। টানা ছয় দিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা রইল ৫০ হাজারের নিচে। কমেছে দৈনিক মৃত্যু সংখ্যাও।

Lambda covid strain

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন। আর করোনা ভাইরাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। দেশে এই নিয়ে করোনায় ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। এই যাবৎ করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। এখনও পর্যন্ত ভারতে নভেল করোনা ভাইরাস কে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত শনিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪৭৭ জন।

হেলথ বুলেটিন অনুযায়ী দেশে বর্তমান সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন।

পাশাপাশি ডেল্টা প্রজাতির সংক্রমন ঘিরে দেশে আশঙ্কা জাগছে ভারতে তৃতীয় ঢেউয়ের। তাই দেশ জুড়ে জোর কদমে চলছে টিকাকরন। বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ডিরেক্টর জেনারেল শুক্রবার জানান বিশ্বে মোট ১০০ টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। তৃতীয় ঢেউয়ের এই আশঙ্কার কারণে টিকাকরণের ওপর জোর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ভারতে মোট টিকা পেয়েছেন ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জন।

Related posts

হাসলেই ঘুমিয়ে পড়েছেন, তরুণীর রোগ ঘুম ওড়াচ্ছে চিকিৎসকদের।

News Desk

বিনা কন্ডোমে যৌনতায় লিপ্ত হচ্ছেন? HIV ছাড়াও মহিলাদের রয়ে যায় এই সমস্ত মারাত্বক ঝুঁকি

News Desk

অবশেষে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাচ্ছে এই দেশটি! জন্ম নিতে চলেছে এক নতুন প্রজাতন্ত্র

News Desk