Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED স্বাস্থ্য

সুগার নিয়ন্ত্রণ, কালোজাম এবং আর তার বীজের জুড়ি মেলা ভার। কি ভাবে খাবেন ?

জামের ভূমিকা মধুমেহ রোগ নিয়ন্ত্রণে অপরিসীম৷ জামের বীজে জ্যাম্বোলিন এবং জ্যাম্বোসাইন থাকে৷ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকে এই দুই উপাদানের ফলে৷ পাশাপাশি ইনসুলিন উৎপাদনও বৃদ্ধি পায় শরীরে৷

জামের বীজ জুড়িহীন পেটের অসুখ সারাতেও৷ জামের শাঁস ও খোসা ফাইবারে সমৃদ্ধ বীজ ছাড়াও৷ ফলে পরিপাক ক্রিয়া জামের প্রভাবে ভাল হয়৷ জামের বীজ ব্যবহৃত হয় আয়ুর্বেদিক ওষুধের উপাদান হিসেবে আলসার-সহ ক্ষুদ্রান্তের অন্যান্য সমস্যায়৷

মধুমেহর মতো আজকের নাগরিক জীবনে হাইপারটেনশন হল আরও একটি অতি পরিচিত অসুখ ৷ এই অসুখেও কার্যকরী জাম এবং এর বীজ৷

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃ্দ্ধি করে, জামে থাকা ফ্ল্যাভোনোয়েডস এবং ফেনোলিক যৌগ৷ এই ফল ফলপ্রসূ ওজন নিয়ন্ত্রণে রাখতেও৷

বর্ষাকালে বিটনুন মাখা কালোজামের স্বাদ স্বর্গীয়৷ এর বীজ নানাভাবে খাওয়া যায়৷ জলের সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে খাওয়া যায় ৷ এই গুঁড়ো স্মুদি বা অন্য খাবারের উপাদান হিসেবেও ব্যবহৃত হয়৷ জাম ভাল করে পরিষ্কার করে রাখুন খাওয়ার পর এর বীজ ফেলে না দিয়ে৷ তার পর গুঁড়ো করে নিন রোদে শুকিয়ে৷ বহুদিন ব্যবহার করতে পারবেন এয়ারটাইট কৌটোতে রেখে দিলে৷

Related posts

বিদেশি পর্ণ দেখে অস্বাভাবিক সেক্স করতেন স্বামী! যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা জানালেন স্ত্রী

News Desk

রোজ রোজ কুপ্রস্তাব গৃহবধূকে! ‘শিক্ষা’ দিতে যুবকের যৌনাঙ্গ কেটে দেওয়ায় গ্রেফতার গৃহবধূ

News Desk

বিশ্বজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা! কি ইঙ্গিত দিচ্ছে ভারতের কোভিড পরিসংখ্যান

News Desk