Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অদ্ভুত পেশা! জানেন কি পৃথিবীর এই দেশে লোক নিয়োগ হয় ট্রেনে যাত্রী ঠেলে তোলার জন্যে

করোনার কারণে বন্ধ আপাতত বন্ধ থাকলেও অফিস টাইমের ট্রেনের ভীড় সম্পর্কে আমরা সকলেই জানি। চাপাচাপি ঠাসা ঠাসি করে ভীড়ের ট্রেনে ওঠা যেন এক যুদ্ধ। কিন্তু ভাবুন তো প্ল্যাটফর্মে যদি থাকতো এমন একজন মানুষ যার কাজ হলো আপনাকে ঠেলে ট্রেনে তুলে দেওয়া। ভাবছেন এমন অদ্ভুত ব্যাপার আবার হয় নাকি?

তাহলে শুনুন এমন এক দেশের গল্প যেখানে ট্রেনের যাত্রী ঠেসে ট্রেনে তুলে দেওয়াই হল একটি চাকরি। এমনটাই হয় জাপানে। সেখানে রীতি মতন প্ল্যাটফর্মে সুটেড বুটেড হয়ে দাড়িয়ে থাকে বাইরে থেকে অন্যান্য যাত্রীদের স্টেশনে থেকে ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। এই পেশার সাথে যুক্ত মানুষদের জাপানে প্রফেশনাল পুশার (Professional Pusher) নামে ডাকা হয়।

জাপানি রেল নেটওয়ার্ক তার শ্রেষ্ঠত্ব এবং সময়ানুক্রমিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। জাপানের রাজধানী টোকিওতে প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন যাত্রী রেল মাধ্যমে চলাচল করে, যা বাস ও প্রাইভেট কারের ইত্যাদি গণ পরিবহণ ব্যবস্থার চেয়ে অনেক।

টোকিও পাতাল রেল নেটওয়ার্ক গড়ে প্রতি ৫ মিনিটের ব্যবধানে ট্রেন আছে।এমনকি পিক হাওয়ারে (pick hour) প্রতি ২-৩ মিনিট অন্তর ট্রেন থাকে। তা সত্বেও খুব ব্যাস্ততার সময়ে ট্রেনে উপচে পড়া ভীড় হয়।

যাতে পিক হাওয়ারে যাত্রীর সংখ্যার বেশি হয়ে যাওয়ার জন্য স্টেশনগুলিতে ওশিয়া বা “পুশার” নামে পরিচিত ইউনিফর্ম কর্মীদের নিয়োগ করা হয়। এদের লক্ষ্যই থাকে পাতাল রেলে যতটা সম্ভব বেশি লোককে পুশ করা।

এই সাদা গ্লাভস পরা ওশিয়া বা পুশারদের কাজ হল ট্রেনের যাত্রীদের চেপে ভেতরে ঢোকানো যাতে ট্রেনের দরজা বন্ধ করা যায়।

এটি যথেষ্ট অবাস্তব হলেও, এমনটা সত্যিই হয়।

Related posts

গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণ কমল অনেকটাই, তবে করোনা অ্যাক্টিভ কেস এখনও ঊর্ধ্বগামী

News Desk

ছেলে বৌমা দেখে না! ব্যাস্ত রাস্তায় মাদুর পেতে বসে বিচার চাইলেন অসহায় বৃদ্ধা! তারপর…

News Desk

প্রতিদিন সামান্য টাকা ইনভেস্ট করেই হয়ে যেতে পারেন কোটিপতি, দুর্দান্ত সুযোগ হাতছাড়া করবেন না।

News Desk