Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

অনলাইনে মদ অর্ডার করে নাস্তানাবুদ অভিনেত্রী শাবানা আজমি, উগড়ে দিলেন ক্ষোভ

করোনা কালে মদ অনলাইনে কিনেছিলেন। আর তা করতে গিয়েই বলিউড অভিনেত্রী শাবানা আজমির একেবারে নাজেহাল অবস্থা। ক্যাশ অন ডেলিভারিতে নয়, আগে ভাগেই মদের দাম মিটিয়েছিলেন শাবানা। কিন্তু মদ ত এলোই না উল্টে অ্যাকাউন্ট থেকে বেশ অনেকটা টাকা বেরিয়ে গিয়েছে। সেই অনলাইন মদ বিক্রি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রাগে তিনি টুইট করেছেন। তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু মদের ডেলিভারি হয়নি বলে অভিনেত্রী অভিযোগ করেছেন। এমনকি সময় পেরিয়ে গেলেও সেই সংস্থা কে ফোন করা হলেও কেউ ফোন ধরেনি।

এরকম ধরণের ঘটনায় প্রবল ক্ষেপে যান অভিনেত্রী শাবানা আজমী। এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে মুম্বই পুলিশকে অনুরোধ করেছেন। সেকারণে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করেন নিজের টুইটে। নিজে টুইট করার পর ওই মদ বিক্রেতার সন্ধান অবশ্য পান অভিনেত্রী শাবানা। সেই মদ বিক্রেতার পরিচয় শাবানাকে তাঁর এক ফলোয়ার জানান। পরে টুইটে তিনি লেখেন,‘এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত’।

এই ভাবে অনলাইনে অভিনেতাদের প্রতারিত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও অক্ষয় খান্না, নার্গিস ফাকরি, করন সিং গ্রোভারের মতো অভিনেতারা একাধিকবার প্রতারণার শিকার হয়েছিলেন অনলাইনে জিনিস কিনতে গিয়ে। প্রতারকরা অনলাইনে ভুয়ো নম্বর দিয়ে ফাঁদ পেতে বসে থাকে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার করোনা পরিস্থিতিতে বেড়ে যাওয়ায় প্রতারকরা তার সুযোগ নিচ্ছে। একাধিক ব্যক্তি অনলাইনে শাবানার মতোই প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রীর টুইটের নীচেই।

Related posts

‘শুধু মৃত্যুই পারবে আমাদের দু’জনকে আলাদা করতে’, প্রিয় বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে বললেন ঋতাভরী

News Desk

রানি রাসমণি সিরিয়ালে আর দেখা যাবে না রানি মা কে

News Desk

প্রেমিকা দিশা পাটানি নয়, স্কুলে পড়ার সময় এই অভিনেত্রীর জন্যে পাগল ছিলেন টাইগার, আজ দুজনে কো-স্টার

News Desk