Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বরফে ঢাকা উচ্চপাহাড়ে লড়াইয়ের জন্য ফের নতুন সেনাবাহিনী বানাচ্ছে চিন! কি বলছে রিপোর্ট

ভারতীয় সেনার সঙ্গে গালওয়ানে এঁটে উঠতে না পেরে এবার চিন নতুন সেনাবাহিনী বানাচ্ছে৷ এই সেনাবাহিনী বানাচ্ছে ধুর্ত চিন মূলত উঁচু বরফে ঢাকা জায়গাতে ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্যই। গোয়েন্দা সূত্রের খবর চিন লাদাখ থেকে সিকিম, ভূটানের ভারত-চিন সীমান্ত বরাবার এদের মোতায়েন করবে। এই নতুন সেনাবাহিনীর ‘মিমাং চেতন’ নাম রেখেছে চিন।

চিনের এই নতুন সেনা কাদের নিয়ে?

china preparing solder for wear in high altitude

চিনা সংবাদমাধ্যম ও ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর লাদাখ, সিকিম সহ ভারত-চিন হিমালয়ান রেঞ্জের উঁচু শীতল বরফে ঢাকা জায়গায় নিজেদের মানিয়ে নিতে এই নতুন সেনাবাহিনীর জন্য এরকম লোকজনকে বেছে নিয়েছে চিন৷ মূলত তীব্বতের যুবকদের এই সেনাবাহিনী তেরি করছে চিন৷ লাদাখ, সিকিমের বরফে ঢাকা সীমান্ত এলাকাগুলির সাথে তীব্বতের জলবায়ু ও পরিবেশের অনেকটাই মিল রয়েছে৷ বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই সুবিধাকে কাজে লাগিয়ে এই সেনাবাহিনী তৈরি করছে চিন৷ এই যুবকদের ট্রেনিং দিচ্ছে চিনা পাবলিক লিবারেশন আর্মি৷

চিনের এই নতুন সেনাদের কোন সীমান্তে পাঠানো হচ্ছে?

এই সেনাদের কাজে লড়াইয়ে পাঠাবে চিন মূলত পূর্ব লাদাখ, প্যাংগং লেক, গালওয়ান ভ্যালি, চ্যাম্বি ভ্যালি, সিকিম-ভূটান বর্ডারে ইয়াদং, চিমা এলাকার হিমালয়ের বরফাবৃত্ত উঁচু অংশে। ইতিমধ্যে সীমান্তে মেতায়ন করেছে এই নতুন সেনাবাহিনী ‘মিমাং চেতন’-এর প্রথম ব্যাচকে লাল ফৌজ। সিকিমের কাছে ফারিতে মিমাং চেতনের দ্বিতীয় ব্যাচটি প্রশিক্ষণ নিচ্ছে।

কী ধরনের প্রশিক্ষণ দিচ্ছে চিন এই মিমাং চেতন-দের?

সূত্রের খবর মিমাংবাহিনীকে বরফে ঢাকা এলাকায় নজরদারি, ড্রোন হ্যান্ডলিং, সামনাসামনি যুদ্ধ ও গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে। পাশাপাশি PLA কে রশদ পৌঁছানোর কাজও করবে এই নতুন সেনাবাহিনী উঁচু এলাকাতে সবার চোখ এড়িয়ে ৷

Related posts

“আমার কাছে এসেছে, ওকে আর যেতে দেব না” ২ কিশোরীর সমকামী প্রেমের ঘটনায় উত্তাল বাংলাদেশ

News Desk

তোতা ও ময়না পাখি মানুষের কথা কিভাবে হুবহু নকল করে, বাকি পাখি পারে না কেন! জেনে নিন

News Desk

বানর রাজ্যের এই উৎসবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় বানর কে! জানেন কোথায় হয় এই অদ্ভুত উৎসব?

News Desk