Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দীর্ঘ তিন মাস পর দৈনিক করোনা সংক্রমন ৫০ হাজারের নিচে! সস্তি জাগাচ্ছে অ্যাক্টিভ কেসও

করোনা দৈনিক সংক্রমনের দিক থেকে দীর্ঘ তিন মাস পর ভারতে সর্বনিন্ম একদিনের করোনা সংক্রমিতের সংখ্যা। করোনা ভ্যাকসিন দেওয়ায় কাজ চলছে দেশে দ্রুত। চলছে কড়া সামাজিক বিধী নিষেধ এবং বহু জায়গায় লকডাউনও। সব মিলিয়ে প্রভাব পড়ছে দেশের আক্রান্তের সংখ্যায়। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। তিন মাস পর সবচেয়ে কম দৈনিক সংক্রমণ হয়েছে সোমবার। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২,৬৪০ জন।

Covid cases in india lowest in 75 days

এই নতুন ৪২ হাজার ৬৪০ জন করোনা আক্রান্ত কে নিয়ে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১ জনে।

দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের বলি হয়েছে বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা ১ হাজার ১৬৭ জন। এই নিয়ে দেশে করোনাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের।

গত ২৪ ঘণ্টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনা মুক্ত হয়েছেন ৮১ হাজার ৮৩৯ জন করোনা আক্রান্ত । এখন সুস্থতার হার ৯৬ শতাংশ। দেশে করোনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের প্রকাশিত করোনা পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে করোনা মুক্ত হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ২৬ জন।

সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২১ জুন পর্যন্ত সারা দেশে মোট ২৮ কোটি ৮৭ লক্ষ টিকাকরণ হয়েছে। গতকাল রেকর্ড ৮৬ লক্ষ ১৬ হাজার টিকাকরণ হয়েছে।

Related posts

মোবাইলে নাকি ‘ভাগ্নে’র সঙ্গে কথা বলতেন রোজ! হঠাৎই মেয়ে সমেত বেপাত্তা নদিয়ার বধূ

News Desk

চলতে পারে রাস্তায়, আবার উড়তে পারে আকাশে! আশ্চর্য গাড়ি তৈরি করে তাক লাগলেন দুই বিজ্ঞানী!

News Desk

ফুলশয্যার রাত কাটতে না কাটতেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ল বর! হতবাক সদ্য বিবাহিত স্ত্রী ও পরিবার

News Desk