এক অতুলনীয় স্কিম রয়েছে পোস্ট অফিসে যেখানে এক মোটা অঙ্কের টাকা জমানো সম্ভব প্রতিদিন ৯৫ টাকা করে বিনিয়োগ করলে৷ পরে সেই মোট সঞ্চয়ের যে পরিমাণ হবে তা হলো ১৪ লক্ষ টাকা৷ কিভাবে সম্ভব? ভারতীয় পোষ্ট অফিসে রয়েছে এমনই এক স্কিম। জেনে নিন বিস্তারিত। একই সঙ্গে জেনে নেওয়া যাক পোস্ট অফিসের আরও বেশ কিছু সঞ্চয়ের প্রকল্পগুলি ৷
গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা :
যাঁরা মূলত গ্রামে বসবাস করেন তাঁদের কাছে সঞ্চয় টা একটি বড় অন্তরায় ৷ ব্যাঙ্ক নেই হাতের কাছে, বহুদূরে ব্যাঙ্ক রয়েছে ৷ এরই মধ্যে ভারতীয় পোস্ট অফিস গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা যোজনা (Gram Sumangal Rural Postal Life Insurance Scheme), মাত্র ৯৫ টাকা করে প্রতিদিন জমালে মেয়াদ শেষে ১৪ লক্ষ টাকা পাওয়া যাবে যেই যোজনায়৷ মানিব্যাক বিশেষ সুবিধাও রয়েছে পলিসি হোল্ডার বেঁচে থাকলে ৷ সব টাকাই ফিরে পাওয়া যাবে অর্থাৎ যে টাকা বিনিয়োগ করা হবে৷
প্রকল্পটি অর্থাৎ গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমার মাচিউরিটিতে পাওয়া যায় বোনাস৷ এই প্রকল্পে টাকা জমানোর সুযোগ থাকছে ১৫ বছর বা ২০ বছরের জন্য৷ বয়স ন্যূনতম ১৯ থেকে সর্বাধিক ৪৫ বছর হতে হবে এই যোজনার সুবিধা নিতে গেলে ৷ এই প্রকল্পের সুবিধা পাবেন যেকোনও ভারতীয় নাগরিকই৷
যদি কোনও ব্যক্তির বয়স ২৫ বছর সাম অ্যাসিওর্ডের মেয়াদ ২০ বছরের হয়ে থাকে, তাঁকে প্রতি মাসে ২,৮৫৩ টাকা দিতে হবে ৷ বার্ষিক প্রিমিয়াম ৩৭,৭৩৫ টাকা হবে অর্থাৎ প্রতিদিন প্রায় ৯৫ টাকা করে জমাতে হবে ৷ এমনকী দিতে হবে ১৬,৭১৫ টাকা কোনও ইচ্ছুক ব্যক্তি ৬ মাস করে টাকা দিতে চাইলে ৷ তিন মাসে দিতে গেলে ৮,৪৪৯ টাকা দিতে হবে।