Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দাসপ্রথা বিলোপকারী দিন হিসাবে পালিত হয় ১৯শে জুন দিনটি , কিভাবে এল এই দিনটি জানেন?

১৮৬২ সালে প্রথম দাস প্রথার অবলুপ্তি ঘটে, যা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের আমলে । তবে এর এক-দেড় বছর আগে থেকেই বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ প্রতিরোধ চলছিলই এই প্রথার বিরুদ্ধে।

‘Juneteenth’ এরই সঙ্গে জুড়ে গিয়েছে। যদিও আত্মখ্যাতিমশগুল ট্রাম্প তিনিই নাকি এই দিনটিকে বিখ্যাত করেছেন বলে দাবি করে বসেছেন এবং এর উদযাপনকে। কিন্তু ঘটনা হল, এটা খুব প্রাচীন একটা উপলক্ষ্য আমেরিকার।

১৮৬৫ সালের এই দিনটিতে হঠাত্‍ই একরাশ বসন্তের বাতাস বয়ে যায় আড়াই লক্ষ ক্রীতদাসের মনে । কেননা, তাঁরা এদিন, হঠাত্‍ই শুনতে পান যে এই ১৯ জুন , তাঁরা আর পরাধীন নন, তাঁরা স্বাধীন, তাঁরা মুক্ত।

টেক্সাস কেমন দমবন্ধ অসহ্য একটা জায়গা ছিল দাসপ্রথার রমরমার সময়ে একটা মন্তব্যেই তা বোঝা যাবে। এক Union officer একদা বলেছিলেন, যদি আপনাকে বাছতে বলা হয়, টেক্সাসে থাকবেন, না নরকে, আমি বেছে নেব নরককেই।

President Abraham Lincoln-এর ১৮৬২ সালের ওই Emancipation Proclamation ছিল। এর প্রায় আড়াই বছরের মাথায় টেক্সাসে এই Juneteenth-এর লগ্ন আসে।

ট্রাম্প নিজের ঢাক নিজে পিটিয়ে বলেছিলেন,একটা ভাল কাজ করেছিআমি । Juneteenth অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমিই দিনটিকে বিখ্যাত করলাম অথচ কেউ এটা জানতেনই না, !

Related posts

যেন সিনেমা! ফেসবুক লাইভের দৌলতে ৫ বছর পর বাংলাদেশে মায়ের কাছে ফিরল ছেলে

News Desk

বিয়ের আগে কনের সাথে ইয়ার্কি করতে গিয়ে মাত্রা ছাড়ালেন বরের বোন! বিয়েবাড়ির আনন্দ পরিণত হল শোকে

News Desk

বর্ণবিদ্বেষ এর কারণে মৃত জর্জ ফ্লোয়েডের খুনি পুলিশ অফিসারের দীর্ঘ কারাদণ্ডের আদেশ

News Desk