চাকরিজীবীদের জন্য সুখবর। প্রভিডেন্ড ফান্ড ( Employee Provident Fund)-এর পেনশন খাতে টাকা তোলার নিয়মে বড়সড় বদল আনল নিয়ন্ত্রক সংস্থা Pension Fund Regulatory and Development Authority (PFRDA)। এছাড়া আরও একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে PFRDA। এর মধ্যে উল্লেখযোগ্য, PF-এর সঙ্গে আধার যোগের সময়সীমা বৃদ্ধি।
এতদিন পর্যন্ত অবসরের সময় অথবা ৬০ বছর হয়ে গেলে PF-এর পেনশন তহবিলে জমা টাকার অঙ্ক দু’লাখ টাকার বেশি হলে এক লপ্তে তার ৬০ শতাংশ পর্যন্ত তোলা যেত। নয়া বিধিতে অবসরের সময় পেনশন খাতে জমা টাকার পরিমাণ পাঁচ লাখের কম হলে তা সম্পূর্ণ তুলে নেওয়া যাবে। এর পাশাপাশি National Pension System (NPS)-এ যোগদানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর থেকে বাড়িয়ে ৭০ করা হয়েছে। একইভাবে ওই প্রকল্পে সঞ্চয়ের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাও বেড়ে হচ্ছে ৭৫ বছর।
পুরনো নিয়ম অনুযায়ী, PF-এর পেনশন খাতে জমা টাকার অঙ্ক যদি দু’লাখের বেশি হয়, তবে তার সর্বাধিক ৬০ শতাংশ তুলে নেওয়া যেত। বাকি ৪০ শতাংশ দিয়ে কিনতে হত আ্যানুইটি (Annuity)। অবসর জীবনের বাকি সময়ের পেনশনের টাকা আসত সেই Annuity থেকেই। নয়া নিয়মে বদল আসায় এবার থেকে এক লপ্তেই পাঁচ লাখ টাকা পর্যন্ত তুলে ফেলা যাবে। তবে সে ক্ষেত্রে আর মাসে মাসে PF পেনশন মিলবে না।
একগুচ্ছ নতুন এই বদল নিয়ে তাই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা। বদল এসেছে NPS থেকে এক লপ্তে টাকা তুলে নেওয়ার হিসাবেও। এতদিন বিশেষ প্রয়োজনে একধাপে সর্বাধিক এক লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ ছিল। তার ঊর্ধ্বসীমা বেড়ে হচ্ছে আড়াই লাখ টাকা।
সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ( Employees Provident Fund) বা EPFO জানিয়েছিল, ১ জুনের মধ্যে PF এর সঙ্গে Aadhar যোগ না হলে PF অ্যাকাউন্টে টাকা জমা বন্ধ হবে। সেই সময়সীমা আপাতত বাড়ছে। EPFO-এর নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ১ সেপ্টেম্বরের মধ্যে PF অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করলেই চলবে।