Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর, ডিএ বৃদ্ধির সাথেই বেতন বাড়বে ৩২,৪০০ টাকা

কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বাড়ার সাথে সাথেই বাড়তে পারে তাদের বেতন। আগামী ২৬শে জুন ডিএ – এর (Dearness allowance) বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাই মহার্ঘ ভাতার একটা লম্বা সময় ধরে অপেক্ষারত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর আসতে চলেছে ৷ মনে করা হচ্ছে এর ফলে তাদের বেতন প্রায় ৩২,৪০০ টাকা পর্যন্ত বাড়তে চলেছে৷ কিভাবে বাড়ছে এই বেতন , জেনে নিন।

সপ্তম পে কমিশনের সুপারিশে (7th Pay Commission) বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ৷ আগামী ২০২১ সালের ১লা জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই বর্ধিত হারে ডিএ পাবেন ৷ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ ডিএ হবে৷

গত বছরে সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়তেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তখনকার মত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদি সরকার ৷ এবারে সেই সব মিলিয়ে তিনটি কিস্তির ডিএ একই সঙ্গে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেননা এই তিন ধাপের ডিএ একই সঙ্গে কার্যকর করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। ১৮ মাস পরে বাড়তে চলেছে এই মহার্ঘ্য ভাতা ৷

২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত ৪ শতাংশ ডিএ বেড়েছিল। তারপরের ৬ মাসের জন্য ৩ শতাংশ ডিএ, জানুয়ারি ২০২১ থেকে জুন ২০২১ পর্যন্ত ৪ শতাংশ ডিএ অর্থাৎ মোট ১১ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে ৷

আর এই হিসাব করলেই কোনো কেন্দ্রীয় সরকারী কর্মচারীর ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা হলেই, তার ন্যূনতম ডিএ বা মহার্ঘ্য ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে ৷ এর কারনে প্রতি মাসে সরাসরি বেতন ২,৭০০ টাকা বাড়বে৷ অর্থাৎ বার্ষিক বেতন ৩২,৪০০ টাকা বাড়ছেই। দীর্ঘ সময় অপেক্ষা করার পর তাই খুশি কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মচারীরা।

Related posts

ঘুম থেকে উঠে ২০ বছরের স্মৃতি গায়েব ৩৭ বছরের ব্যাক্তির! স্ত্রীর কাছে স্কুলে পড়তে যাওয়ার বায়না

News Desk

অগ্নিমূল্য টমেটো! টমেটোর পরিবর্তে রান্নায় ব্যবহার করুন এই বিকল্পগুলি

News Desk

করোনার এক্টিভ কেস নিয়ে কপালে ভাঁজ বিশেষজ্ঞ মহলে, দেশে দৈনিক করোনা আক্রান্ত ২ লক্ষ ৭১ হাজার অতিক্রম করলো

News Desk