Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এখনও করেননি আধার ও প্যান কার্ড লিংক? জুলাই থেকে মিলবে না এই দশ পরিষেবা

প্যান কার্ড ( Pan Card) -আধার (Aadhar Card) এর সঙ্গে সংযোগ বাধ্যতামূলক হয়েছিল আগেই। এবার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ( Central Board of Direct Taxes) বা CBDT-এর তরফ থেকে জানানো হয়েছে,কার্যত অচল হয়ে যেতে চলেছে PAN নম্বর ৩০ শে জুনের মধ্যে তা না করলে ।

ভারত সরকারের ( Indian Government) তরফ থেকেও একটি ঘোষণায় PAN Card – এর সঙ্গে Aadhar Card সংযোগ করার বিষয়টি CBDT-এর এই ঘোষণার আগে বাধ্যতামূলক করে একটি নতুন আইন নিয়ে আসা হয়। ২০২১ সালের বাজেটে ১৯৬১ সালের ইনকাম ট্যাক্স আইনের ( Income Tax Act) একটি নয়া বিধি সংযোগ করে ২৩৪ এর এইচ ধারায় (234H) । তা অনুযায়ী, নিজের PAN Card এর সঙ্গে Aadhar Card- এর সংযোগ বাধ্যতামূলকভাবে করতে হবে ভারতে চাকরিরত যে কোনও নাগরিককে । সরকারের তরফ থেকে এও বলা হয় নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে প্রয়োজনে লেট ফাইন দিয়ে হলেও PAN – এর সঙ্গে Aadhar এর সংযোগ বাধ্যতামূলক।

প্রশ্ন উঠেছে কী হতে পারে PAN-এর সঙ্গে Aadhar সংযোগ না করা হলে ? এরও CBDT উত্তর দিয়েছে । নিজের PAN নম্বর নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্য নানা ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ কী কী সেই বিবিধ ক্ষেত্র? একনজরে দেখে নেওয়া যাক।

these facilities will turned down if you have not linked adhaar pan card

১) যে কোনও রকম বাইক অথবা গাড়ি কেনা PAN Card ছাড়া এই মুহূর্তে অসম্ভব। ১ জুলাই থেকে কোনওভাবেই কেনা যাবে না বাইক অথবা গাড়ি। PAN CARD প্রয়োজনীয়।

২) ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে PAN বাধ্যতামূলক। ১ জুলাই থেকে PAN নম্বর নিষ্ক্রিয় হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে যাবে ।

৩) যে কোনওরকম ডিম্যাট অ্যাকাউন্ট, সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Securities and Exchange Board of India) বা SEBI এর সঙ্গে খুলতে বাধ্যতামূলক PAN।এই পদ্ধতি কার্যত অচল হয়ে পড়বে PAN এবং Aadhar এর সংযোগ না থাকলে ।

৪) হোটেল, রেস্তোরাঁ ও অন্য নানা ক্ষেত্রে বিল ৫০ হাজার টাকার বেশি হলে এবং সেই বিল সম্পূর্ণ নগদে মেটানোর জন্য PAN Card আবশ্যিক। এ ছাড়াও বাইরের দেশে ভ্রমণ ও অন্যান্য কাজেও PAN বাধ্যতামূলক । এই সমস্ত পরিষেবা বজায় রাখার জন্য তাই একান্ত জরুরি PAN-Aadhar Card এর সংযোগ ।

৫) PAN Card গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ড (Mutual Fund) -এ বিনিয়োগ Mutual Fund এর বিভিন্ন ইউনিট কিনতে । অতএব, PAN নিষ্ক্রিয় হয়ে থাকলে সমস্ত বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে যেতে চলেছে।

৬) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ( Reserve Bank of India) থেকে ৫০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের টাকার কোনওরকম বন্ড কেনার জন্য একান্ত আবশ্যিক হল PAN Card। PAN Card ছাড়া এই বন্ড কেনা যাবে না কোনওভাবেই।

৭) একান্ত বাধ্যতামূলক PAN ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ার কিনতে । Aadhar ও PAN এ সংযোগ না করানো থাকলে বন্ধ হয়ে যেতে পারে ব্যবসায়িক শেয়ার এর লেনদেন।

৮) লাইফ ইনসিওরেন্স ( Life Insurance) – এর প্রিমিয়াম মূল্য যদি ৫০ হাজার টাকা বা তার বেশি হয় সেই অর্থবর্ষে একান্ত আবশ্যিক সক্রিয় PAN Card সেই নগদ টাকা দেওয়ার ক্ষেত্রে। Aadhar এবং PAN এর সংযোগ ছাড়া বন্ধ হয়ে যেতে চলেছে এই পরিষেবাও ১ জুন থেকে৷

৯) দুই লাখ টাকার বেশি যে কোনওরকম টাকার লেনদেনে নিজের PAN Card একান্ত জরুরি। Aadhar লিংক ছাড়া নিষ্ক্রিয় PAN Card দিয়ে এই লেনদেন সম্ভব নয় কোনওভাবেই।

১০) ব্যাঙ্ক থেকে বছরে ৫০ হাজার টাকার বেশি প্রি-পেড পেমেন্টের জন্য PAN বাধ্যতামূলক, RBI এর নিজস্ব গাইডলাইন অনুযায়ী । PAN এর সঙ্গে Aadhar লিংক না থাকলে এই পরিষেবাও পাওয়া যাবে না ।

Related posts

বিয়ে বাড়ীতে করোনা থেকে বাঁচতে বর -কনের জন্য তৈরি ফুলের তৈরি মাস্ক! কোথায় পাওয়া যাচ্ছে

News Desk

স্বাধীন ভারতের প্রথম মদ! কালজয়ী ‘ওল্ড মঙ্ক’ এত জনপ্রিয় হয়ে ওঠার কাহিনীটা জানা আছে?

News Desk

“আমায় ও ফাঁসিয়ে দেবে..” ভিডিওতে স্ত্রীর বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ করে গলায় ফাঁস স্বামীর

News Desk