Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভ্যাকসিনেশনের পদ্ধতি আরও সরল করতে রাজ্যে চালু নতুন অ্যাপ

করোনা ভাইরাসের মোকাবিলায় টিকাকরণ পদ্ধতি যাতে আরো সরল হয় সেই জন্যে রাজ্যের বাসিন্দাদের উদ্দেশ্যে একটি নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার। টীকাকরণের ঝঞ্ঝাট কম করতেই প্রস্তুত করা হয়েছে এই অ্যাপ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই ভ্যাকসিনেশন অ্যাপ তৈরি করা হয়েছে।

West Bengal State government announce new app for Covid vaccination

সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য্য আজ এই অ্যাপটির উদ্বোধন করেন। এই অ্যাপটির নাম রাখা হয়েছে সিভিআর অ্যাপ (CVR) বা Covid Vaccine Related App। কীভাবে কাজ করবে এই অ্যাপ? আজ সাংবাদিক বৈঠকে সেই সম্পর্কেও নির্দেশকা প্রদান করা হয়েছে। জানানো হয়েছে এই সিভিআর অ্যাপে (CVR App) টি ডাউনলোড করে এই অ্যাপ খুললেই ৮৩৩৫৯৯৯০০০ – এই নাম্বারটি দেখা যাবে। তারপর এই নম্বরটি তে ভ্যাকসিন নিতে ইচ্ছুক ব্যাক্তি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালেই বিশদ তথ্য সেই ব্যাক্তির মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। তারপর হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিছু সরল প্রশ্নের উত্তর দিলেই এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাক্তির কোভিড ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হয়ে যাবে।

বহু জায়গাতেই টিকার যোগান নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। অনেক সময়ই দেখা যাচ্ছে ভোর থেকে লাইনে দাড়িয়েও মিলছে না টিকা। যতজন টিকা নিতে উপস্থিত হচ্ছেন তার তুলনায় টিকার ডোজ কম রয়েছে। ফলে বাঁধছে গন্ডগোল। টিকা না নিয়েই ফিরে আসছেন বহু মানুষ। সারাদিনের কাজ বন্ধ রেখে টিকা নিতে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। এই নিয়ে টিকা কেন্দ্রগুলিতেও বাঁধছে অশান্তি। এই সমস্ত সমস্যা দূর করতেই এই সিভিআর (CVR) অ্যাপ চালু করল রাজ্য সরকার।

Related posts

দেশের কোভিড পরিস্থিতি আবারও উদ্বেগজনক! একদিনেই অনেকটা বাড়লো সক্রিয় রোগী

News Desk

মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়! গর্ভবতী গরুকে ধর্ষণ মদ্যপের, প্রাণ হারালো অবলা পশু

News Desk

চুম্বন করে যুবকের প্রাণ কেড়ে নিলেন মহিলা! মৃত্যুর পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য

News Desk